Madrasah Logo

সরকারি বেসরকারি প্রতিষ্ঠান লোগো ব্যবহার সম্পর্কে বিজ্ঞপ্তি


লোগো ব্যবহার সম্পর্কে বিজ্ঞপ্তি: মীর জাহিদ হাসান, উপসচিব (প্রশাসন ও অর্থ) এর স্বাক্ষরিত ও শিক্ষা মন্ত্রনালয়ে প্রকাশিত : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষীকি উদযাপন উপলক্ষ্যে একটি লোগো তৈরী করা হয়েছে এবং সরকারি বেসরকারি ও অন্যান্য প্রতিষ্ঠান মুজিববর্ষ সম্পকির্ত যে সকল ডিজাইন ও স্মারক তৈরী করবে তার মানের সমতা নিশ্চিত করার লক্ষ্যে লোগো ব্যাবহার নিদের্শিকা প্রণয়ন করা হয়েছে যা মুজিববষের্র ওয়েবসাইড হতে সংগ্রহ করা যাবে (কপি সংযুক্ত)।
বণির্তবস্থায় জাতির পিতা বঙ্গবন্ধু শেভ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে লোগো ব্যবহার নির্দেশিকা মোতাবেক লোগো ব্যবহারের জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হল।
সংযুক্তি: বর্ণনামতে ০২ (দুই) পাতা।

বিতরণ (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):

১. অতিরিক্ত সচিব (সকল) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রানালয়, ঢাকা (তাঁর অনুবিভাগ লোগো ব্যবহার নির্দেশিকা মোতাবেক লোগো ব্যবহার নিশ্চিত করার জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হল।
২. মহা-পরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, এফ-৪/বি, আগারগাঁও ঢাকা।
৩. মহা-পরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, রেডক্রিসেন্ট বোরাক টাওয়ার,৩৭/৩/এ ইস্কাটন রোড ঢাকা।

Leave a Comment

Scroll to Top
Scroll to Top