শিক্ষক নিয়োগ যোগ্যতা সংশোধন 2022

শিক্ষক নিয়ােগ যােগ্যতা সংশােধন 2022

শিক্ষক নিয়ােগ যােগ্যতা সংশােধন 2022 : কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক ১৯ অক্টোবর ২০২২ তারিখের জারিকৃত পরিপত্র মারফত জানিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবলকাঠামাে ও এম.পি.ও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশােধিত) -এ বাংলা ও  ইংরেজি বিষয়ের শিক্ষকদের নিয়ােগ যােগ্যতা সংশােধন । 

লক্ষ্য করা যাচ্ছে যে, বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৩০০ নম্বরের বাংলা/ইংরেজিসহ স্নাতক ডিগ্রি/সমমান উল্লেখ থাকায় NTRCA কর্তৃক নিয়ােগের সুপারিশকৃত ১০০ নম্বরের বাংলা/ইংরেজিসহ স্নাতক ডিগ্রি/সমমান ডিগ্রিধারীগণকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও এম.পি.ওভুক্ত করা হচ্ছে না। 

অপর দিকে বেসরকারি স্কুল/কলেজের ক্ষেত্রে বর্ণিত শিক্ষাগত যােগ্যতায় ৩০০ নম্বরের পাশাপাশি ১০০ নম্বরের স্নাতকসহ বাংলা/ইংরেজি/সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীগণকে এম.পি.ওভুক্ত করা হচ্ছে। 

তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবলকাঠামাে ও এম,পি,ও নীতিমালা -২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশােধিত) এ উল্লিখিত সহকারী শিক্ষক (বাংলা) ও সহকারী শিক্ষক (ইংরেজি) এর শিক্ষাগত যােগ্যতা নিম্নোক্তভাবে সংশােধন করা হলো।

শিক্ষক নিয়ােগ যােগ্যতা সংশােধন 2022 যোগ্যতা, পে-কোড ও বেতন স্কেল

সহকারী শিক্ষক (বাংলা) এর ক্ষেত্রে: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩০০ নম্বরের বাংলাসহ  স্নাতক ডিগ্রি/ সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ও বিএড ডিগ্রি/সমমান। পে-কোড-১০, শুরুতেই বেতন স্কেল- ১৬০০০ (বিএড ডিগ্রি থাকলে।)

অথবা,   স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে নূ্যনতম ৩০০ নম্বরের বাংলাসহ স্নাতক ডিগ্রি/ সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। পে-কোড -১১, শুরুতেই বেতন স্কেল- ১২৫০০ (বিএড ডিগ্রি না থাকলে।) সমগ্র শিক্ষা জীবনে যেকোন ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/ শ্রেণি/সমমান গ্রহণযােগ্য হবে না। 

সহকারী শিক্ষক (ইংরেজি) এর ক্ষেত্রে: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩০০ নম্বরের ইংরেজিসহ স্নাতক ডিগ্রি/সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) অথবা সংশ্লিষ্ট | বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ও বিএড ডিগ্রি/সমমান। পে-কোড-১০, শুরুতেই বেতন স্কেল- ১৬০০০ (বিএড ডিগ্রি থাকলে।)

অথবা, স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩০০ নম্বরের ইংরেজিসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। পে-কোড -১১, শুরুতেই বেতন স্কেল- ১২৫০০ (বিএড ডিগ্রি না থাকলে।) সমগ্র শিক্ষা জীবনে যেকোন ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/ শ্রেণি/সমমান গ্রহণযােগ্য হবে না। 

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

বিস্তারিত দেখতে ক্লিক করুন।

আরও জানুন : এমপিও ভুক্তিতে অঙ্গীকার নামা

শিক্ষক নিয়ােগ যােগ্যতা সংশােধন 2022

শিক্ষক নিয়ােগ যােগ্যতা সংশােধন 2022

Leave a Comment

Scroll to Top
Scroll to Top