BTEB Admission 2022 : ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর পরিচালিত সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিক, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট (কুমিল্লা), রাজশাহী সার্ভে ইনস্টিটিউট ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের বিভিন্ন টেকনোলজিতে ও বিএমইটি পরিচালিত বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজিসমূহে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের মেরিন, শিপ বিল্ডিং টেকনোলজিতে ১ম পর্বের ১ম ও ২য় শিফটে শিক্ষার্থী ভর্তির জন্য অন-লাইনে আবেদন আহবান করা যাচ্ছে।
BTEB Admission 2022 ভর্তির শিক্ষাগত যোগ্যতা:
সকল শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি/দাখিল/এসএসসি(ভোকেশনাল)/দাখিল (ভোকেশনাল)/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে ছাত্রদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জি.পি. ৩.০০ সহ কমপক্ষে জি.পি.এ. ৩.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা এবং ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জি.পি. ৩.০০ সহ কমপক্ষে জি.পি.এ. ৩.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা অথবা ’ও’ লেভেলে যে কোন একটি বিষয়ে ’সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে ন্যূনতম ’ডি’ গ্রেডে উত্তীর্ণ যেকোন বয়সের শিক্ষার্থীরা ২০২-২০২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। জিপিএ পদ্ধতি চালুর পূর্বে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগপ্রাপ্ত উত্তীর্ণ যে কোন বয়সের শিক্ষার্থী আবেদন করতে পারবে।
উল্লেখ্য, সাধারন, মাদ্রাসা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাধারার যথাক্রমে: বিজ্ঞান, দাখিল (বিজ্ঞান) ও এস.এস.সি. (ভোক:)/দাখিল (ভোক:) ব্যতিত অন্যান্য বিভাগ এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এসএসসি/সমমান পরীক্ষায় পাস করেছেন সেসকল ”Non Science” শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে শিখনস্বল্পতা (Learning Gap) দূরীকরনের লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রণয়নকৃত ০৬ (ছয়) সপ্তাহব্যাপী সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স (Remedial Course) এর বিষয়বস্তুর উপর বোর্ড কর্তৃক অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত জিপিএ থাকা সাপেক্ষে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম পর্বে ভর্তির আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। এ সকল শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স (Remedial Course) এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য বর্ণিত লিংকে http://180.211.164.133/remedial রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করা হলো।
এস.এস.সি. সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, নারায়ণগঞ্জ হতে ০২ (দুই) বছর মেয়াদী ট্রেড কোর্স পাস প্রার্থীরাও আবেদন করতে পারবে।
BTEB Admission 2022 আবেদনের পদ্ধতি ও নিয়মাবলী :
ভর্তিচ্ছুপ্রার্থীকে অন-লাইনে ১ম ও ২য় শিফটের যে কোন এক শিফটের জন্য আবেদন ফি বাবদ ১৬০/- (একশত ষাট টাকা) অথবা উভয় শিফটে আবেদনের জন্য আবেদন ফি বাবদ ৩২০/- (তিনশত বিশ টাকা) প্রথমে টেলিটক/রকেট/বিকাশ এর মাধ্যমে জমা দিতে হবে। অতঃপর www.btebadmission.gov.bd অথবা www.bteb.gov.bd অথবা www.techedu.gov.bd অথবা www.tmed.gov.bd অথবা www.bmet.gov.bd অথবা www.dot.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। ২০১৫ সালের পূর্বের এসএসসি/সমমান পরীক্ষায় পাশকৃত সকল শিক্ষার্থীদের অথবা কোন কোন ক্ষেত্রে তার পরের পাশকৃত শিক্ষার্থীদেরকে (যাদের তথ্য ডাটাবেসে নেই) আবেদন ফি প্রদানে বিশেষ সতর্কতার অনুরোধ জানানো যাচ্ছে, আবেদন ফি প্রদানের পর উক্ত শিক্ষার্থীরা আবেদন ফর্ম পূরনের পূর্বে নির্ধারিত বিশেষ ফর্মে এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল এবং ব্যক্তিগত প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন। এই ক্ষেত্রে ভুল তথ্য প্রদানকারী শিক্ষার্থীর আবেদন বাতিল হয়ে যেতে পারে।
অনলাইনে আবেদনের সময়সীমা :
০৮/০১/২০২২ হতে ১৭/০২/২০২২ পর্যন্ত।
আরও জানুন : HSC Admission 2022
BTEB Admission 2022
BTEB Admission 2022
BTEB Admission 2022
Table of Contents