JOnobal 1

কলেজের বৃদ্ধিপ্রাপ্ত নতুন পদে নিয়োগের আদেশ প্রজ্ঞাপন

কলেজের বৃদ্ধিপ্রাপ্ত নতুন পদে নিয়োগের আদেশ প্রজ্ঞাপন : এই কাঠামো ১৯ জুলাই ২০১৮ সালে প্রণীত হয়। গত ২০১৩ জনবল কাঠামো শিক্ষক ও কর্মচারী তুলনায় ২০১৮ জনবল কাঠামোতে কিছু সংখ্যক পদ বৃদ্ধি করা হয়। কিন্তু জনবল কাঠামো-২০১৮ এর ২৪ নং অনুচ্ছেদে কিছু বিধি নিষেধ ছিলো তা তুলে ধরা হলো।

২৪নংঅনুচ্ছেদ নীতিমালা কার্যকারিতা

ঘ) এ নীতিমালার আওতায় বৃদ্ধিপ্রাপ্ত পদে নিয়োগের বিষয়ে সরকার পৃথক আদেশ জারি করবে।
ঙ) এ নীতিমালা অবিলম্বে কার্যকর হবে।
নীতি মালার প্ররিপ্রেক্ষিতে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের (কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী অর্থ বরাদ্দ ও নিয়োগ কার্যক্রমে সম্মতি জ্ঞাপনের জন্য অর্থ বিভাগকে অনুরোধ করা হয়। অর্থ বিভাগ সুত্রক্তো ১ নং স্মারকে অর্থ বিভাগ কর্তৃক অনুমোদিত নীতিমালার আওতায় নবসৃষ্ট পদসমূহে শিক্ষক কমচারী নিয়োগের প্রস্তাবিত রোডম্যাপ ও এ বাবদ বছরভিত্তিক আর্থিক সংশ্লেষের বিষয়ে নতুন করে অর্থ বিভাগের অনুমোদনের প্রয়োজন নেই মর্মে মতামত প্রদান করেছে । অর্থ বিভাগের মতামত অনুযায়ী বৃদ্ধিপ্রাপ্ত নতুন পদে নিম্নের বর্ণিত সময়ে ও এমপিও নীতিমালায় বর্ণিত কোডের বিপরীতে শিক্ষক নিয়োগের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

পরিপত্রটি ডাউনলোড করতে ক্লিক করুন।

Leave a Comment

Scroll to Top
Scroll to Top