NTRCA নিয়োগে কমিটির জটিলতা নিরসন 2022 : সুলতানা আক্তার উপসচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মারফত জানিয়েছেন, বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিয়ােগ/এমপিওভুক্তির ক্ষেত্রে নিমােক্ত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে:
ক) নিয়মিত কমিটি/বিশেষ কমিটি/এডহক কমিটির অবর্তমানে কিংবা মামলা বা অন্য কোন কারণে কমিটি গঠনে জটিলতা তৈরি হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের নিয়ােগ/যােগদান পত্রে/এমপিওভুক্তির প্রস্তাবে জেলা সদরের মাদ্রাসার ক্ষেত্রে জেলা প্রশাসক/অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা সদরের বাইরের মাদ্রাসার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার প্রতিস্বাক্ষর করবেন;
(খ) পরবর্তীতে নিয়মিত কমিটি গঠিত হলে এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের নিয়ােগ অবশ্যই নিয়মিত কমিটি কর্তৃক ভূতাপেক্ষভাবে অনুমােদন করতে হবে।
(গ) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশােধিত ) অনুযায়ী মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এমপিও সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করবে।
সংক্ষেপে আলোচনা NTRCA নিয়োগে কমিটির জটিলতা নিরসন 2022
যে সকল মাদ্রাসার নিয়মিত কমিটি আছে তাদের কোন সমস্যা নেই। কিন্তু যে সব মাদ্রাসার কমিটি নাই, এডহক কমিটি বা বিশেষ কমিটি আছে। সে সব মাদ্রাসার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরবর্তীতে নিয়মিত কমিটি গঠন হলে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের নিয়োগপত্র ও যোগদান পত্র ভুতাপেক্ষ অনুমোদন অর্থৎ রেজুলেশনের মাধ্যমে অনুমোদন করবেন।
আরও জানুন : এমপিও ভুক্তিতে অঙ্গীকার নামা
আরও জানুন: এমপিও আবেদনের কাগজপত্র
NTRCA নিয়োগে কমিটির জটিলতা নিরসন 2022
Table of Contents