মাদ্রাসা-নীতিমালা-সংশোধনী

মাদ্রাসা নীতিমালা সংশোধনী 2021

মাদ্রাসা নীতিমালা সংশোধনী 2021 : মাদ্রাসা নীতিমালা সংশোধন করে আবারও প্রজ্ঞাপন জারি করল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়। মাদ্রাসার সংশোধিত জনবল কাঠামো ২৩ নভেম্বর ২০২০ জারিকৃত নীতিমালা ৬.১  এর খ.আলিম মাদ্রাসা (২৭খ, ৩০ ক), গ.  ফাজিল মাদ্রাসা (২৮ ক, ৩১ ক)  এবং ঘ.  কামিল মাদ্রাসার (৩৬ ক এবং ৩৯ ক)  ক্রমিকে বর্ণিত নিম্নোক্ত অংশটুকু বাতিল করা হলোঃ

৬.১  আলিম মাদ্রাসা:

২৭ ক কম্পিউটার ল্যাব অপারেটর ( সরকার প্রদত্ত কম্পিউটার ল্যাব চালু থাকলে) ১ 
৩০ ক অফিস সহায়ক  ১ 

৬.১ এর গ.  ফাজিল মাদ্রাসা:

২৮ ক কম্পিউটার ল্যাব অপারেটর ( সরকার প্রদত্ত কম্পিউটার ল্যাব চালু থাকলে) ১ 
৩১ ক অফিস সহায়ক  

৬.১ এর গ.  কামিল মাদ্রাসা:

৩৬ ক কম্পিউটার ল্যাব অপারেটর ( সরকার প্রদত্ত কম্পিউটার ল্যাব চালু থাকলে) ১ 
৩৯ ক অফিস সহায়ক  

উপরোক্ত পথ গুলো বাতিল করা হয়েছে তাই বর্ণিত পদ সমূহে নিয়োগ পদায়ন না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মাদ্রাসা নীতিমালা সংশোধনী 2021 এ সংযোজনকৃত পদ সমূহ:

এবার দেখে নেয়া যাক কি কি পদ সংশোধন করা হলো:  মাদরাসার সর্বশেষ সংশোধনী নীতিমালা ৬.১ এর খ.  আলিম মাদ্রাসা (৯, ১০, ২৯, ৩০) গ.  ফাজিল মাদ্রাসা (৯, ১০, ৩০, ৩১) এবং ঘ.  কামিল মাদ্রাসা (১৭, ১৮, ৩৮ এবং ৩৯)  ক্রমিকে বর্ণিত নিম্নোক্ত  নিম্নোক্ত পদগুলি সংযোজন করা হলো। 

৬.১ এর খ. আলিম মাদ্রাসা:

প্রভাষক/জ্যেষ্ঠ প্রভাষক ( পদার্থ,  রসায়ন,  জীববিজ্ঞান,  গণিত)  প্রতি বিষয়ে ০১ জন। [অনুমোদন ও শিক্ষার্থীসহ বিজ্ঞান বিভাগ এবং ল্যাব ( প্রযোজ্য ক্ষেত্রে চালু থাকলে)]১ 
১০প্রদর্শক ( পদার্থ,  রসায়ন,  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও জীববিজ্ঞান) ল্যাব চালু থাকলে
২৯অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
৩০গবেষণাগার/ ল্যাব সহকারী ( পদার্থ,  রসায়ন,  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও জীববিজ্ঞান) ল্যাব চালু থাকলে

৬.১ এর গ.  ফাজিল মাদ্রাসা

ক)  প্রভাষক/ সহকারী অধ্যাপক (বিজ্ঞান) ০২ জন:স্নাতক স্তরে বিজ্ঞান বিষয়ে চালু থাকলে ( অনুমোদন শিক্ষার্থীসহ বিজ্ঞান বিভাগ এবং ল্যাব চালু থাকলে)খ) প্রভাষক/ জ্যেষ্ঠ প্রভাষক বিজ্ঞান প্রতি বিষয়ে ০১ জন:  আমি স্তরে বিজ্ঞান বিভাগ ( পদার্থ,  রসায়ন,  জীববিজ্ঞান,  গনিত)  চালু থাকলে।  [অনুমোদনের কাম্য শিক্ষার্থীসহ বিজ্ঞান বিভাগ এবং ল্যাব ( প্রযোজ্য ক্ষেত্রে)  চালু থাকলে]
১০প্রদর্শক ( পদার্থ,  রসায়ন,  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও জীববিজ্ঞান) ল্যাব চালু থাকলে  প্রতি বিষয়ে
৩০অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
৩১গবেষণাগার/ ল্যাব সহকারী ( পদার্থ,  রসায়ন,  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও জীববিজ্ঞান) ল্যাব চালু থাকলে প্রতি বিষয়ে

৬.১ এর ঘ.  কামিল মাদ্রাসা

১৭ক)  প্রভাষক/ সহকারী অধ্যাপক (বিজ্ঞান) ০২ জন:স্নাতক স্তরে বিজ্ঞান বিষয়ে চালু থাকলে ( অনুমোদন শিক্ষার্থীসহ বিজ্ঞান বিভাগ এবং ল্যাব চালু থাকলে)খ) প্রভাষক/ জ্যেষ্ঠ প্রভাষক বিজ্ঞান প্রতি বিষয়ে ০১ জন:  আমি স্তরে বিজ্ঞান বিভাগ ( পদার্থ,  রসায়ন,  জীববিজ্ঞান,  গনিত)  চালু থাকলে।  [অনুমোদনের কাম্য শিক্ষার্থীসহ বিজ্ঞান বিভাগ এবং ল্যাব ( প্রযোজ্য ক্ষেত্রে)  চালু থাকলে]
১৮প্রদর্শক ( পদার্থ,  রসায়ন,  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও জীববিজ্ঞান) ল্যাব চালু থাকলে  প্রতি বিষয়ে
৩৮অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
৩৯গবেষণাগার/ ল্যাব সহকারী ( পদার্থ,  রসায়ন,  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও জীববিজ্ঞান) ল্যাব চালু থাকলে প্রতি বিষয়ে

১৮। এমপিও স্থগিত,  কর্তন ও বাতিলকরণ:

১৮.১  কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিম্নোক্ত কারণে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক,  কর্মকর্তা ও কর্মচারীদের এমপিও বরাদ্দ সাময়িক স্থগিত/ বাতিল করতে পারবে;

ক)  এ নীতিমালার ৫ নং  অনুচ্ছেদে বর্ণিত আবশ্যকীয় শর্ত পূরণ না করলে বা প্রতিষ্ঠানের  এমপিওভুক্তির শর্ত ভঙ্গ  প্রমাণিত হলে প্রতিষ্ঠান এমপিও স্থগিত/ বাতিল করা যাবে।

 নীতিমালায় উল্লেখিত ক্রমিক এর স্থলে এ পত্রে সংশোধিত পদবী/ বিধান অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

প্রজ্ঞাপনটি পেতে: বিস্তারিত দেখতে ক্লিক করুন।

মাদ্রাসা নীতিমালা সংশোধনী 2021 অন্যান্য সংশোধনী:

১৪. মাদ্রাসা নীতিমালা সংশোধনী 2021 শিক্ষাপ্রতিষ্ঠান  গ্রেডিং: নিম্নরূপ সূচক এর আলোকে গ্রেডিং পদ্ধতি ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করন এর পদক্ষেপ গ্রহণ করতে হবে (প্রতিষ্ঠানের নামে খতিয়ানভুক্ত/ নামজারি কৃত নিজস্ব ভূমিতে অবকাঠামো ও হালনাগাদ একাডেমিক স্বীকৃতি/ অধিভুক্তি থাকা শর্তে)

১৫।  মাদ্রাসা নীতিমালা সংশোধনী 2021 শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির পদ্ধতি: শিক্ষা প্রতিষ্ঠানের নামে খতিয়ানভুক্ত অনাম জারিকৃত নিজস্ব ভূমিতে অবকাঠামো এবং হালনাগাদ একাডেমিক স্বীকৃতি থাকা সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠানকে জনশক্তি পূরণ সাপেক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর নির্দেশনা লোকে অনলাইনে আবেদন করতে হবে। তবে যুদ্ধাপরাধ/ ফৌজদারি অপরাধে ২  বছরের বেশি সাজা প্রাপ্ত ব্যক্তির নামে নামকরণ কৃত কোন শিক্ষা প্রতিষ্ঠান/ নেতিবাচক নামের কারণে সমাজে প্রভাব পড়তে পারে এরকম কোন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় আসবে না। তবে,  এ ধরনের প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে গ্রহণযোগ্য নামে করা হলে সেক্ষেত্রে এমপিওর আবেদন করতে পারবে।

মাদ্রাসা নীতিমালা সংশোধনী 2021

আরও জানুন : ইবতেদায়ী প্রধান পাবেন11গ্রেড

Leave a Comment

Scroll to Top
Scroll to Top