NTRCA নির্বাচিতদের পুলিশ ভেরিফিকেশন 2021: NTRCA কর্তৃক গত ৩০/০৩/২০২১ খ্রিঃ তারিখে প্রকাশিত ৩য় গনবিজ্ঞপ্তি-২০২১ এর প্রেক্ষিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের দৃষ্টি আকর্ষন পূর্বক জানানো যাচ্ছে যে, পুলিশ/সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীর সুরক্ষা ও সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত পুলিশ প্রত্যায়ন ফরম (ভি-রোল) পূরণ করা প্রয়োজন। www.ntrca.gov.bd ওয়েব সাইডের পুলিশ/সিকিউরিটি ভেরিফিকেশন বক্স থেকে ভি-রোল ফরম ডাউলোন করে উক্ত ভি-=রোল ফরমের ০৫ (পাঁচ) কপি স্বহস্তে যথাযথভাবে পূরণ করে এবং খামের উপর বড় অক্ষরে প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করে ডাকযোগে এ কার্যালয়ে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ তারিখে মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
আরও জানুন : NTRCA গণবিজ্ঞপ্তি 2021 আবেদনের নিয়মাবলী
NTRCA নির্বাচিতদের পুলিশ ভেরিফিকেশন 2021
Table of Contents