MEMIS Password সংরক্ষন 2022 : কে, এম, রুহুল আমীন, মহাপরিচালক (অতিরিক্ত সচিব)। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকা স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মারফত জানিয়েছেন এমপিওভুক্ত মাদ্রাসার অধ্যক্ষ/সুপারগণের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এমপিওসহ অন্যান্য কার্যক্রমে মেমিস সফটওয়ারে log in করার জন্য User ID ও Password প্রদান করে থাকেন। User ID ও Password সফটওয়ার কার্যক্রমে অতিগােপনীয় ও স্পর্শকাতর হওয়া সত্ত্বেও অনেক অধ্যক্ষ/সুপারগণ তা ব্যক্তিগতভাবে নিরাপদ হেফাজতে সংরক্ষণ করেন না। এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় কোন শিক্ষক, অফিস সহকারী কিংবা কম্পিউটার অপারেটর এর নিকট User ID ও Password এর তথ্য দিয়ে থাকেন। এর ফলে User ID ও Password এর মত অতি গােপনীয় ও স্পর্শকাতর বিষয়ের নিরাপত্তা থাকে না এবং User ID ও Password এর অপব্যবহার করে বিভিন্ন বেআইনি/অনৈতিক কার্যক্রম সম্পন্ন হওয়ার সম্ভাবনা/ঝুঁকি থেকে যায়।
MEMIS Password সংরক্ষন 2022
০২।বর্তমানে ব্যবহৃত User ID ও Password এর তথ্যাদি মাদ্রাসার অধ্যক্ষ/সুপার ব্যতীত অন্য কারাে নিকট দেয়া থাকলে তা সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে/সহায়তায় পরিবর্তনপূর্বক অধ্যক্ষ/সুপারগণের নিজ দায়িত্বে নিরাপদ হেফাজতে সংরক্ষণ করাই যুক্তিযুক্ত।
০৩।এমতবস্থায় এমপিওভুক্ত মাদ্রাসার অধ্যক্ষ/সুপারগণের মেমিস সফটওয়ারে log in করার User ID ও Password অন্য কোন শিক্ষক অথবা স্টাফ কে না দিয়ে অত্যন্ত গােপনীয়তার সাথে নিজ দায়িত্বে ব্যক্তিগতভাবে সংরক্ষণ করার জন্য অনুরােধ করা হলাে।
০৪। তাছাড়া কোন অবস্থাতেই User ID ও Password মাদ্রাসার অধ্যক্ষ/সুপার ব্যতিরেকে অন্য কাউকেই জানানাে যাবে না। ব্যত্যয় ঘটলে কিংবা অধ্যক্ষ। সুপারের নিকট রক্ষিত User ID ও Password দ্বারা কোন বেআইনি/অনৈতিক কার্যক্রম সম্পন্ন হলে সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ/সুপার ব্যাক্তিগতভাবে দায়ী থাকবেন এবং তাঁর বিরুদ্ধে বিধি মােতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।
MEMIS Password সংরক্ষন 2022
আরও জানুন : মাদ্রাসা নীতিমালা সংশোধনী 2021