দাখিল বৃত্তিপ্রাপ্তদের EFT Bank Account 2020

দাখিল বৃত্তিপ্রাপ্তদের EFT Bank Account 2020

দাখিল বৃত্তিপ্রাপ্তদের EFT Bank Account 2020 চালু করার লক্ষ্যে 2020 সালের দাখিল পরীক্ষার বৃত্তি প্রাপ্ত  (মেধা ও সাধারণ) নিয়মিত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ g2p EFT পদ্ধতিতে Bank Account প্রেরনের লক্ষ্যে প্রতিষ্ঠান হতে শিক্ষার্থীদের তথ্য MIS Software-এ এন্ট্রি করতে হবে। মহাম্মদ শামসুজ্জামান উপ-পরিচালক অর্থ মাদরাসা শিক্ষা অধিদপ্তর ঢাকা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ২৯১৯-২০২০ বছর হতে রাজস্বখাতভূক্ত সকল ধরনের বৃত্তির অর্থ g2p পদ্ধতিতে  অনলাইনে EFT এর মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাব (Bank Account) প্রেরণের নির্দেশনা রয়েছে। ইতিমধ্যে 2020 সালের দাখিল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নামের গেজেট প্রকাশ করা হয়েছে।  MIS Software এর বর্ণিত লিংকে নিম্নলিখিত নির্দেশাবলী অনুসরণ পূর্বক এন্ট্রি করতে হবে।

দাখিল বৃত্তিপ্রাপ্তদের EFT Bank Account 2020 চালুর লক্ষ্যে নিম্নে বর্ণিত নির্দেশাবলী অনুসরণ করতে হবেঃ১. বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়মিত ও ধারাবাহিক ভাবে অধ্যায়নরত রয়েছে নিশ্চিত হয়ে তথ্য এন্ট্রি করা;
২. পাঠ বিরতি রয়েছে এরূপ শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়া;
৩. বাংলাদেশ অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত ব্যাংক এ শিক্ষার্থীর নিজ নামে /১৮ বছরের নিচে শিক্ষার্থীদের পিতা/মাতার নামে সাথে যৌথ নামে ব্যাংক হিসাব/ স্কুল ব্যাংক হিসাব খুলতে হবে;
৪. যৌথ নামে ব্যাংক হিসাব/ স্কুল ব্যাংক হিসাব খোলা হলে MIS -এ তথ্য এন্ট্রির ক্ষেত্রে যৌথ নামই উল্লেখ করতে হবে;
৫. শিক্ষার্থীর একক/যৌথ নামে অ্যাকাউন্ট নম্বর ব্যতীত পিতা/মাতার/ অন্য কোন আইনসঙ্গত অভিভাবকের ব্যাংক হিসাব প্রদান করা যাবে না;
৬. শিক্ষার্থীর পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও জন্ম সনদ/ জন্ম নিবন্ধন এর নাম এবং অনলাইন Bank Account নাম অভিন্ন হতে হবে;
৭. অনলাইন Bank Account নম্বর অবশ্যই ১৩ থেকে ১৭ ডিজিট এর মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুল ভাবে পূরণ করতে হবে;
৮. বিকাশ, শিওর ক্যাশ, নগদ সহ এ ধরনের কোনো এজেন্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর প্রদান না করা;
৯. শিক্ষার্থীর পরীক্ষার আইডি রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষার নাম ও সন সঠিকভাবে পূরণ করতে হবে;
১০. বৃত্তির ক্যাটাগরি মেধা অসাধারণ সঠিকভাবে পূরণ করতে হবে;
১১. ব্যাংক শাখার নাম রাউটিং নম্বর এবং পরীক্ষার্থীর Bank Account নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে;
১২. তথ্য প্রেরণের ক্ষেত্রে অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিষ্ঠানের প্রধান /দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন
১৩. তথ্য এন্ট্রি  দেওয়ার শেষ সময় ১৪-০২-২০২১ খ্রিস্টাব্দ পর্যন্ত।

বিজ্ঞপ্তি দেখতে নিচের ক্লিক করুন
বৃত্তির তথ্য এন্ট্রি করতে ক্লিক করুন

Leave a Comment

Scroll to Top
Scroll to Top