EFT মাধ্যমে শিক্ষকদের বেতন: বেতন নিয়ে আর জটিলতা নয় শুরু হয়ে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের EFT মাধ্যমে বেতন। এই পদ্ধতিতে বেতন ভাতা চালু হলে শিক্ষক-কর্মচারীদের অনেক জটিলতা নিরসন হবে।যেমন বিলের কপি তে সভাপতির স্বাক্ষর প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর আর প্রয়োজন হবে না। মোঃ রুহুল মমিন উপ-পরিচালক (সাঃ প্রশাঃ) স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নিম্নোক্ত তথ্য জানিয়েছেন-
শিক্ষক কর্মচারীগণের এমপিও অর্থ G2P পদ্ধতিতে EFT মাধ্যমে প্রেরণের লক্ষ্যে তথ্য হালনাগাদ
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীগণের এমপিও এর অর্থ বিতরণ সহজীকরণের লক্ষ্যে সচিব অর্থ বিভাগ এর সভাপতিত্বে গত ০২-০৯-২০২০ খ্রিস্টাব্দে তারিখে অনুষ্ঠিত সভায় শিক্ষক-কর্মচারীগণের এমপিও অর্থ প্রাপ্তির জন্য ব্যবহৃত ব্যাংক একাউন্টে g2p পদ্ধতিতে EFT মাধ্যমে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
ইতোমধ্যে অনলাইন এমপিও সিস্টেমে প্রয়োজনীয় আপগ্রেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীগণের এমপিও এর অর্থ EFT মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে শিক্ষক কর্মচারীগণের নিম্নে বর্ণিত তথ্য সঠিক থাকতে হবে।
যে সকল তথ্য সংগ্রহ করতে হবে
১. শিক্ষক কর্মচারীগণের জাতীয় পরিচয় পত্রের নম্বর এন আই ডি কার্ড।
২. এসএসসি/দাখিল সমমান সনদ অনুযায়ী শিক্ষক-কর্মচারীগণের নাম এসএসসি দাখিল ও সমমানের সনদপত্র এমপিও শীট ও জাতীয় পরিচয় পত্র নাম একই রকম থাকতে হবে।
৩. জাতীয় পরিচয় পত্রের নাম একই রকম থাকতে হবে।
৪. ব্যাংক হিসাবের নাম শিক্ষক-কর্মচারীগণের নিজ নামে থাকতে হবে।
৫. ব্যাংকের নাম শাখার নাম ও রাউটিং নম্বর।
৬. শিক্ষক কর্মচারীগণের ব্যাংক হিসাব নম্বর (অনলাইন ব্যাংক হিসাব নম্বর ১৩ থেকে ১৭ ডিজিট
৭. শিক্ষক-কর্মচারীগণের জন্ম তারিখ।
৮. শিক্ষক কর্মচারীগণের বেতন কোড ও বেতন কোডের থাপ।
৯. শিক্ষক কর্মচারীগণের মোবাইল নম্বর।
সতর্কীকরণঃ
সকল তথ্য সঠিক না থাকলে EFT এর মাধ্যমে প্রেরিত এমপিও এর অর্থ শিক্ষক-কর্মচারীর ব্যাংক হিসাবে জমা হবে না। উল্লেখিত তথ্যসমূহ প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে অনলাইনে সংগ্রহের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে শীঘ্রই ইএমআইএস সফটওয়্যারে লিংক সহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে।
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন।
Table of Contents