স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৩ এর পরে প্রকাশিত হলো জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এই জনবল কাঠামোতে থাকছে নতুন নতুন তথ্য ও কোন প্রতিষ্ঠান স্থাপনা, নিয়োগনীতি, শিক্ষকদের বেতন স্কেল, শাখা খোলার নিয়ম কানুন, পদ সমন্বয় এর নিয়ম, ইত্যাদি।
১. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ কর্মরত শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতাদি সরকারি অংশ সুষ্ঠুভাবে বন্টন উপযুক্ত জনবল কাঠামো প্রণয়ন ও এতদসংক্রান্ত পদ্ধতি যুগোপযোগীকরণ এর জন্য জনবল কাঠামো সম্পর্কিত নীতিমালা 2018 প্রণয়ন করা হলো।
২. শিরোনাম এ নীতিমালা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 নামে অভিহিত হবে।
৩. নীতিমালার প্রয়োগ এই নিতীমালা দেশের অভ্যন্তরে অবস্থিত নিম্নোক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য প্রযোজ্য হবে।
৩.১ বিদ্যালয় (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক)।
৩.২ কলেজ ( উচ্চ মাধ্যমিক, স্নাতক পাস)।
৩.৩ সঙ্গীত কলেজ, শরীরচর্চা কলেজ, চারুকলা, গার্হস্থ্য অর্থনীতি কলেজ অর নৈশকালীন কলেজ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নির্দেশিকার আওতা বহির্ভূত থাকবে।
৪. বেতন ভাতাদির সরকারি অংশ এবং প্রদানকারী কর্তৃপক্ষ:এ নীতিমালার অধীনে নির্ধারিত পদ্ধতিতে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক বিভিন্ন সময়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতাদির সরকারি অংশ হিসেবে বরাদ্দকৃত অর্থ বন্টন করা হবে এ নীতিমালার অধীনে বেতন ভাতাদি সরকারে অংশ প্রদানকারী কর্তৃপক্ষ বলতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কে বোঝাবে।
৫. বেতন ভাতাদির সরকারি অংশ প্রাপ্তির আবশ্যকীয় শর্তাবলী: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতাদি সরকারি অর্থ প্রাপ্তির জন্য প্রতিষ্ঠানসমূহকে (স্কুল ও কলেজ) নিম্নোক্ত শর্তাবলী পূরণ করতে হবে:
৫.১ প্রাপ্যতা: প্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) অবশ্যই পরিশিষ্ট ‘ক’ অনুযায়ী ভৌগলিক দূরত্ব ও জনসংখ্যার ভিত্তিতে প্রাপ্যতা শর্ত পূরণ করতে হবে।
৫.২ স্বীকৃতি/অধিভুক্তি: প্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) অবশ্যই বোর্ড/বিশ্ববিদ্যালয় বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃতি/অধিভুক্তি প্রাপ্ত হতে হবে। একই সাথে এমপিও এর আবেদন যাচাই কালে হালনাগাদ স্বীকৃতি/অধিভুক্তির শর্তাবলী পূরণকৃত থাকতে হবে।
৫.৩ জনবল কাঠামো: প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) অবশ্যই সরকার অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী শিক্ষক-কর্মচারী নিয়োজিত থাকতে হবে।
৫.৪ কাম্য শিক্ষার্থী: প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) অবশ্যই পরিশিষ্ট ‘খ’ অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী থাকতে হবে
৫.৫ কাম্য ফলাফল: প্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) অবশ্যই পাবলিক পরীক্ষায় পরিশিষ্ট ‘গ’ মোতাবেক কাম্য ফলাফল অর্জন করতে হবে।
৫.৬. ব্যবস্থাপনা কমিটি/গভর্নিং বডি: প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত ব্যবস্থাপনা কমিটি/গভর্নিং বডি থাকতে হবে।
৫.৭. সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রযোজ্য ক্ষেত্রে NTRCA এর মেধাক্রমঃ/মনোনয়ন/নির্বাচন অনুসারে শিক্ষক নিয়োগ করবে। কোন প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) স্বীকৃতি ও অধিভুক্তির জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ ওই প্রতিষ্ঠান এমপিওভুক্তি নিশ্চিত করবে না। সরকার আর্থিক সামর্থ্য অনুযায়ী প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করবে।
স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ নবসৃষ্ট পদ সৃষ্টি
জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ তে কিছু পদ সৃষ্টি করা হয়েছে। নবসৃষ্ট পদগুলি স্কুল পর্যায় এবং কলেজ পর্যায়, যা নিয়োগের পরিপত্রের উল্লেখ করেছেন কোন অর্থবছরে কোন কোন পদে নিয়োগ প্রদান করা যাবে। নিম্নে নবসৃষ্ট পদগুলো তুলে ধরা হলো।
স্কুল পর্যায় (কোন অর্থবছরে পদে নিয়োগ প্রদান করা যাবে দেখতে ক্লিক করুন)
১. সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) নিম্ন মাধ্যমিক।
২. সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক।
৩. সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) মাধ্যমিক।
৪. সহকারী শিক্ষক (ইংরেজি) নিম্ন মাধ্যমিক।
৫. কম্পিউটার ল্যাব সহকারী নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক।
৬. সহকারী শিক্ষক (বাংলা) নিম্ন মাধ্যমিক।
৭. নৈশপ্রহরী নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক
৮. পরিছন্নতা কর্মী নিম্ন মাধ্যমিক
৯. সহকারী শিক্ষক চারু ও কারুকলা
কলেজ পর্যায় (কোন অর্থবছরে পদে নিয়োগ প্রদান করা যাবে দেখতে ক্লিক করুন)
১. প্রদর্শক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
২. ল্যাব সহকারী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
৪. ল্যাব সহকারীর দ্বিতীয় পথ পদার্থ রসায়ন
৫. প্রদর্শক চতুর্থ পদ
৬. ল্যাব সহকারী তৃতীয় পদ
৭. ল্যাব সহকারী চতুর্থ পদ
এ ছাড়াও রয়েছে পিন্সিপাল নিয়োগের শিক্ষাগত যোগতায় কিছু পরিবর্তন।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮
দেখতে এখানে ক্লিক করুন
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ দেখতে ক্লিক করুন।
আরও জানুন বেসরকারি মাদরাসার সংশোধিত এমপিও নীতিমালা- 2018 (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)
প্রকাশিত হলো : NTRCA ৩য় গণবিজ্ঞপ্তি ২০২১ দেখতে ক্লিক করুন।
Table of Contents