JOnobal

নীতিমালা 2018 বৃদ্ধিপ্রাপ্ত নতুন পদে নিয়োগ প্রদান। Madrasah Niog Progapon

নীতিমালা ২০১৮ বৃদ্ধিপ্রাপ্ত নতুন পদে নিয়োগ প্রদান : এই কাঠামো ১৯ জুলাই ২০১৮ সালে প্রণীত হয়। গত ২০১৩ জনবল কাঠামো শিক্ষক ও কর্মচারী তুলনায় ২০১৮ জনবল কাঠামোতে কিছু সংখ্যক পদ বৃদ্ধি করা হয়। কিন্তু জনবল কাঠামো-২০১৮ এর ২৭ নং অনুচ্ছেদে কিছু বিধি নিষেধ ছিলো তা তুলে ধরা হলো। Madrasah Niog Progapon

২৭ নং অনুচ্ছেদ নীতিমালাকার্যকারিতা : এ নীতিমালা নিম্নরুভাবে কার্যকর হবে ।
ক) নীতিমালার জারি হওয়ার আগে এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতাদির সরকারি অংশ প্রদান অব্যহত থাকবে।
খ) নিবন্ধন পরীক্ষা ও নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক শিক্ষক নির্বাচন চালু হওয়ার পূবের্ পাঠদানের অনুমতি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন হবে না।
গ) জনবল কাঠামোতে নবসৃষ্ট পদসমুহ পর্যায়ক্রমে ৫ (পাঁচ) বছরে পুরণ যোগ্য হবে।
ঘ) সরকার জনস্বাথের্ এ নীতিমালা প্রয়োজনীয় সংশোধন করতে পারবে।
ঙ) এ নীতিমালা অবিলম্বে কার্যকর হবে।

নীতি মালার প্ররিপ্রেক্ষিতে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের (মাদ্রাসা)জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী অর্থ বরাদ্দ ও নিয়োগ কার্যক্রমে সম্মতি জ্ঞাপনের জন্য অর্থ বিভাগকে অনুরোধ করা হয়। অর্থ বিভাগ সুত্রক্তো ১ নং স্মারকে অর্থ বিভাগ কর্তৃক অনুমোদিত নীতিমালার আওতায় নবসৃষ্ট পদসমূহে শিক্ষক কমচারী নিয়োগের প্রস্তাবিত রোডম্যাপ ও এ বাবদ বছরভিত্তিক আর্থিক সংশ্লেষের বিষয়ে নতুন করে অর্থ বিভাগের অনুমোদনের প্রয়োজন নেই মর্মে মতামত প্রদান করেছে । অর্থ বিভাগের মতামত অনুযায়ী বৃদ্ধিপ্রাপ্ত নতুন পদে নিম্নের বর্ণিত সময়ে ও এমপিও নীতিমালায় বর্ণিত কোডের বিপরীতে শিক্ষক নিয়োগের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

নীতিমালা 2018 বৃদ্ধিপ্রাপ্ত নতুন পদে নিয়োগ প্রদান। Madrasah Niog Progapon প্রস্তাবিত পদ (দাখিল মাদ্রাসা)

২০১৯-২০২০ অর্থ বছর হতে নিয়োগ প্রদান করতে পারবেনঃ
সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) ০১ টি
সহকারী শিক্ষক (সাধারণ), বাংলা/ইংরেজী/ সমাজবিজ্ঞান, যে বিষয়ে পদশূন্য আছে ১টি পদ
আয়া ১টি
নিরাপত্তা কর্মী ১টি

২০২০-২০২১ অর্থ বছর হতে নিয়োগ প্রদান করতে পারবেনঃ
সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) ১টি
সহকারী গ্রন্থাগার/ক্যাটালগার ১টি
কম্পিউটার ল্যাব অপারেটর ১টি

২০২১-২০২২ অর্থ বছর হতে নিয়োগ প্রদান করতে পারবেনঃ
জুনিয়র মৌলভী ১টি
গবেষনাগার/ল্যাব সহকারি ১টি
সহকারী মৌলভী ১টি

২০২২-২০২৩ অর্থ বছর হতে নিয়োগ প্রদান করতে পারবেনঃ
সহকারী শিক্ষক(ব্যবসায় শিক্ষা) ১টি
সহকারী শিক্ষক(গার্হস্থ্য অর্থণীতি) ১টি

প্রস্তাবিত পদ (আলিম মাদ্রাসা)

২০১৯-২০২০ অর্থ বছর হতে নিয়োগ প্রদান করতে পারবেনঃ
প্রভাষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) ১টি
প্রভাষক (আরবী) ১টি
অফিস সহকারী কাম হিসাব সহকারী ১টি

২০২০-২০২১ অর্থ বছর হতে নিয়োগ প্রদান করতে পারবেনঃ
উপাধ্যক্ষ ১টি
প্রদর্শক (পদার্থ, রসায়ন) ২টি
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ১টি

২০২১-২০২২ অর্থ বছর হতে নিয়োগ প্রদান করতে পারবেনঃ
প্রভাষক (ব্যবশায় শিক্ষা)
প্রভাষক (মানবিক/সামাজিক বিজ্ঞান) ১টি
প্রদর্শক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং উদ্ভিদ/প্রাণিবিদ্যা) ২টি

২০২২-২০২৩ অর্থ বছর হতে নিয়োগ প্রদান করতে পারবেনঃ
প্রভাষক (বিজ্ঞান) ১টি
গবেষনাগার/ল্যাব সহকারী (পদার্থ, রসায়ন, তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি ও উদ্ভিদবিজ্ঞান/প্রাণি বিজ্ঞান) প্রতি বিষয়ে ০১ টি পদ=মোট ০৪টি

প্রস্তাবিত পদ (ফাজিল মাদ্রাসা)

২০১৯-২০২০ অর্থ বছর হতে নিয়োগ প্রদান করতে পারবেনঃ
প্রভাষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) ১টি
প্রভাষক (আরবী) ১টি
প্রভাষক (ইংরেজী) ১টি

২০২০-২০২১ অর্থ বছর হতে নিয়োগ প্রদান করতে পারবেনঃ
প্রভাষক (বাংলা) ১টি
প্রভাষক (আরবী) ১টি
গ্রন্থাগারিক ১টি

২০২১-২০২২ অর্থ বছর হতে নিয়োগ প্রদান করতে পারবেনঃ
প্রভাষক- (ব্যবশায় শিক্ষা) ১টি
প্রভাষক (মানবিক/সামাজিক বিজ্ঞান) ১টি

২০২২-২০২৩ অর্থ বছর হতে নিয়োগ প্রদান করতে পারবেনঃ
প্রভাষক(উদ্ভিদ/প্রাণি) ১টি
গবেষনাগার/ল্যাব সহকারী ১টি
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ১টি

প্রস্তাবিত পদ (কামিল মাদ্রাসা)

২০১৯-২০২০ অর্থ বছর হতে নিয়োগ প্রদান করতে পারবেনঃ
মুহাদ্দিস ২ টি
প্রভাষক (হাদিস) ২ টি
অফিস সহকারী কাম হিসাব সহকারী ১টি

২০২০-২০২১ অর্থ বছর হতে নিয়োগ প্রদান করতে পারবেনঃ
মুফাচ্ছির ২ টি
প্রভাষক (তাফসীর) ২ টি

২০২১-২০২২ অর্থ বছর হতে নিয়োগ প্রদান করতে পারবেনঃ
ফকিহ ২ টি
প্রভাষক (ফকিহ) ২টি

২০২২-২০২৩ অর্থ বছর হতে নিয়োগ প্রদান করতে পারবেনঃ
আদব ২টি
প্রভাষক (আদব) ২টি

বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে ক্লিক করুন।

আরও জানুনঃ কলেজের বৃদ্ধিপ্রাপ্ত নতুন পদে নিয়োগের আদেশ প্রজ্ঞাপন

Leave a Comment

Scroll to Top
Scroll to Top