NTRCA  গণবিজ্ঞপ্তি 2021 আবেদনের নিয়মাবলী: তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন গত ০৪/০৪/২০২১ তারিখ হতে শুরু হয়েছে এবং ৩০/০৪/২০২১ তারিখ রাত ১২:০০  ঘটিকা পর্যন্ত আবেদন চলবে। একটু মনোযোগ দিয়ে পোস্টটি পড়ুন তাহলে আপনি নিজেই সারা বাংলাদেশ আপনার বিষয়ে কতটি পদ খালি আছে, এমপিও/ নন এমপিও, আবার যারা রিটকারী রয়েছেন তাদের আবেদন কিভাবে করতে হবে, তাছাড়াও আপনি কততম মেরিট লিস্টে আছেন, সম্পূর্ণ দেখার প্রক্রিয়া এবং কিভাবে আবেদন করবেন তার প্রক্রিয়া নিম্নে ছক আকারে উল্লেখ করা হলো:

কিভাবে আপনার বিষয়ে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের তালিকা দেখবেন

আপনার বিষয়ে এমপিও/ নন এমপিও তালিকা দেখার জন্য http://103.230.104.210:8088/ntrca/c3/app/requisition-list.php এই লিংকে ক্লিক করুন। ক্লিক করার পর নিম্নে ছক মোতাবেক একটি ডায়ালগ বক্স প্রদর্শিত হবে।

NTRCA গণবিজ্ঞপ্তি 2021 আবেদনের নিয়মাবলী

Institutes of Districts সিলেক্ট করে Choice Division এর স্থলে নিজের বিভাগ অথবা যে কোন বিভাগে আপনার বিষয়ে পদ শূন্য আছে কিনা ngi তে চাহিদা প্রদান করা হয়েছে কিনা দেখার জন্য আপনার কাঙ্খিত বিভাগ সিলেক্ট করুন। তারপর Choice District এর স্থলে District সিলেক্ট করুন। তারপর Search এর ঘরে আপনার বিষয় লিখে Search করুন অথবা পদবী ও বিষয় লিখে Search করুন। এভাবে আপনি সমগ্র বাংলাদেশের কোন জেলার কোন থানায় আপনার  বিষয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি অথবা বিজনেস ম্যানেজমেন্ট কলেজ-এ কতগুলি পদ শূন্য রয়েছে এবং সেটা এমপিও কিনা অথবা নন এমপিও আবার উক্ত পদে মহিলা কোটা বা মহিলা ও পুরুষ উভয়েই কিনা সেটা জানতে পারবেন।
তবে সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) বিষয় যারা আবেদন করবেন তাদের বিষয় একটি কথা না বললেই নয়। বর্তমানে মহিলা কলেজ বা গার্লস স্কুলে এনটিআরসিএ তে চাহিদা প্রদানের সময় পুরুষ ও মহিলা উভয় উল্লেখ করায় পুরুষ শিক্ষকদের আবেদন ফরম পূরণ হচ্ছে। তবে সাবধান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 এবং সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 অনুযায়ী মহিলা কলেজ বা গার্লস স্কুল এর জন্য সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মহিলা নিযুক্ত হবেন।কোন গার্লস স্কুল বা মহিলা কলেজে সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদে পুরুষ শিক্ষক চাকুরী করতে পারবেন না ।তাই সাবধান মহিলা কলেজে বা গার্লস স্কুলে কোন পুরুষ আবেদনকারী আবেদন করবেন না NGI এর ভুলের কারণেও যদি আপনারা চাকরি পেয়ে থাকেন নীতিমালা অনুযায়ী আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। তাছাড়াও NTRCA  ৩য় গণবিজ্ঞপ্তিতে একথা উল্লেখ আছে।

NTRCA গণবিজ্ঞপ্তি 2021 আবেদনের নিয়মাবলী: কিভাবে আবেদন করবেন

প্রথমে ngi.teletalk.com.bd–  লিংকে ক্লিক করুন। ক্লিক করার পর নিম্নে ছক মোতাবেক একটি ডায়ালগ বক্স প্রদর্শিত হবে।

NGI

Recruitment Cycle 3 (2021-03-30) বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর নিম্নে ছক মোতাবেক একটি ডায়ালগ বক্স প্রদর্শিত হবে।

2

e-Application (public Circular 2021-03-30) বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর নিম্নে ছক মোতাবেক একটি ডায়ালগ বক্স প্রদর্শিত হবে।

NTRCA গণবিজ্ঞপ্তি 2021 আবেদনের নিয়মাবলী

NTRCA গণবিজ্ঞপ্তি 2021 আবেদনের নিয়মাবলী: আপনি কত তম ব্যাচে এনটিআরসিএ সার্টিফিকেট অর্জন করেছেন যেমন: ১০ তম,  ১১ তম, ১২ তম ইত্যাদি সিলেক্ট করুন পরবর্তীতে Roll বাটন ওপেন হয়ে যাবে।  আপনার এনটিআরসিএর  রোল নম্বর লিখুন তারপরে  রেজিস্ট্রেশন নম্বর লিখুন এভাবে একে একে সবগুলো তথ্য পূরণ করে Next  বাটনে ক্লিক করুন। বাটনে ক্লিক করার পর আপনার কাঙ্খিত আবেদন ফরম টি প্রদর্শিত হবে নিম্নে ছক মোতাবেক। এক এক করে সম্পূর্ণ তথ্য পূরণ করুন ফর্মে আপনার নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ লেখার প্রয়োজন হবে না সেটি এনটিআরসিএর ডাটাবেস থেকেই পূরণ হয়ে যাবে বাকি তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।  আপনার ছবি আপলোড করুন, আপনার স্বাক্ষর আপলোড করুন। স্বাক্ষর ও ছবির মাপ আবেদন ফরমে উল্লেখ আছে।  সম্পূর্ণ তথ্য পূরণ করার পর  আবেদন ফরম টি ভালোভাবে যাচাই করুন তারপর Submit বাটনে ক্লিক করুন। ‍Submit বাটনে ক্লিক করার পর আবেদন ফরম প্রিন্ট করে নিন। এবং USER ID সংরক্ষণ  করুন।  আবেদন ফি জমা দেওয়ার নিয়মাবলী আবেদন ফরম এর নিচে অথবা তৃতীয় গণবিজ্ঞপ্তির সার্কুলার উল্লেখ আছে।

NTRCA গণবিজ্ঞপ্তি 2021 আবেদনের নিয়মাবলী

NTRCA গণবিজ্ঞপ্তি 2021 আবেদনের নিয়মাবলী: যারা এনটিআরসিএ রিটকারী বারবার চেষ্টা করেও  আবেদন ফরম পূরণ করতে পারতেছেন না আপনারা  Update Information and fee submission (Public Circular No. 30.03.2021) এই লিংকে ক্লিক করুন।  ক্লিক করার পর ছোট্ট একটি ফরম প্রদর্শিত হবে।  নির্ভুলভাবে ফরমটি পূরণ করুন।  এবং সবশেষে ছবি ও স্বাক্ষর আপলোড করুন। স্বাক্ষর ও ছবির মাপ   আবেদন ফরমে উল্লেখ আছে।মনে রাখবেন আপনাদের নির্দিষ্ট কোন প্রতিষ্ঠান বা নির্দিষ্ট কোন পদ সিলেক্ট করতে হবে না। কারন আপনাদের জন্য সার্কুলারে উল্লেখিত পদ সমূহ খালি রয়েছে।

NTRCA গণবিজ্ঞপ্তি 2021 আবেদনের জাতীয় মেধাতালিকা দেখার নিয়মাবলী:

 আপনি জাতীয় মেধা তালিকায় কত তম merit লিস্টে  আছেন তা দেখার জন্য  এই লিংকে ক্লিক করুন http://ngi.teletalk.com.bd/ntrca/merit/ ক্লিক করার পর  স্কুল, কলেজ বা মাদ্রাসা অর্থাৎ আপনি যেই স্তর হতে  শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন সেই স্তর সিলেক্ট করুন। এরপর আপনার বিষয়ে সিলেক্ট করুন। পিসি সিলেক্ট করার পর Search বক্সে গিয়ে শিক্ষক  নিবন্ধন সনদের রোল নম্বর লিখুন তাহলে আপনাকে দেখিয়ে দিবে আপনি কততম জাতীয় মেধা তালিকায় অবস্থান করছেন।

আরও জানুন : NTRCA গণবিজ্ঞপ্তি 2021

NTRCA গণবিজ্ঞপ্তি 2021 আবেদনের নিয়মাবলী

NTRCA গণবিজ্ঞপ্তি 2021 আবেদনের নিয়মাবলী


Leave a Reply