NTRCA গণবিজ্ঞপ্তি 2021 তৃতীয় গণবিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) সমগ্র দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ( স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) সমূহের প্রবেশ পর্যায়ে নিম্নবর্ণিত শূন্যপদ পূরণের লক্ষ্যে শিক্ষক হতে আগ্রহী নিবন্ধন নারী প্রার্থীদের নিকট থেকে নিম্ন লিখিত শর্তে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে।
১. শূন্য পদের বিবরণ:
শিক্ষা প্রতিষ্ঠানের ধরণ | পদের ধরণ এমপিও | পদের ধরণ নন-এমপিও | মোট |
স্কুল ও কলেজ | ২৬,৮৩৮ | ৪,২৬৩ | ৩১,১০১ |
মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা | ১৯,১৫৪ | ১,৮৪২ | ২০,৯৯৬ |
সংরক্ষিত | ২২০৭ | – | ২২০৭ |
সর্বমোট | ৪৮,১৯৯ | ৬,১০৫ | ৫৪,৩০৪ |
NTRCA গণবিজ্ঞপ্তি 2021 এ আবেদনের সময়সীমা, মামলা ও বয়স সংক্রান্তঃ
২. মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল লিভ টু আপিল ৩৪৩/২০১৯ নং মামলার রায় বাস্তবায়নের স্বার্থে ২২০৭ টি পথ সংরক্ষিত রেখে অবশিষ্ট ৫২০৯৭টি শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসিএ ওয়েবসাইটে www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট ngi.teletalk.com.bd -এ ০১ এপ্রিল ২০২১ খ্রি: প্রকাশ করা হবে।
৩. আবেদনকারীকে আবশ্যিকভাবে এনটিআরসিএ কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী এবং সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে।
৪. আবেদনকারীর বয়স ০১ জানুয়ারী ২০২০ খ্রি: তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে। তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইনডেক্সধারী প্রার্থী এবং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৩৯০০/২০১৯ নং মামলার রায় অনুযায়ী ১২.০৬.২০১৮ খ্রি: তারিখে পূর্বে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন তাদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য।
৫. প্রত্যেক আবেদনের জন্য আবেদনকারীকে একশত টাকা হারে ফি জমা দিতে হবে। নির্ধারিত হারে ফি জমা না দিলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।
৬. মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী সংরক্ষিত ২২০৭টি পদের বিপরীতে শুধুমাত্র উক্ত মামলার প্রতিকার প্রার্থীদের কোন Choice দেওয়ার প্রয়োজন নেই তারা ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে চাহিদা তথ্য প্রদান করবেন এবং প্রত্যেকে ১০০ টাকা হারে ফি জমা প্রদান করবেন।
৭. অনলাইনে আবেদন ফরম পূরণ ও ফি জমা প্রদান শুরু তারিখ ০৪ এপ্রিল ২০২১ খ্রি: সকাল ১০.০০ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২১ রাত ১২.০০ ঘটিকা। Application ID প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী 72 ঘণ্টার মধ্যে অর্থাৎ ০৩ মে ২০২১ খ্রি: তারিখ রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত SMSএর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। ফি জমা প্রদানের নিয়মাবলী এনটিআরসিএ ওয়েবসাইটে পাওয়া যাবে।
NTRCA গণবিজ্ঞপ্তি 2021 আবেদনের নিয়মাবলী ও সতর্কীকরণ:
৮. অনলাইনে আবেদন ফরম পূরণ ক্ষেত্রে আবেদনকারীর নামের বানান সহ অন্যান্য তথ্যাদি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফরম পূরণের সময় প্রদত্ত তথ্যের অনুভব হতে হবে নামের বানান অনুরোধ না হলে বা ভুল বানান ব্যবহার করলে কম্পিউটার Processing এ ঘটনায় সংশ্লিষ্ট আবেদনকারীকে বহন করতে হবে।
৯. প্রতিটি পদের জন্য প্রাপ্ত সকল বৈধ আবেদনকারী অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর এনটিআরসি এর পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি SMS পাবেন। তাছাড়া আবেদনকারীকে স্ব উদ্যেগে দাখিলকৃত আবেদনের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।
১০. মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থী গ্রহণ আবেদন করতে পারবেন মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে পুরুষ প্রার্থীগণের আবেদন গ্রহণযোগ্য নয়।
১১. যে সকল পদের বিপরীতে `Female Quota’ প্রদর্শিত হবে, সে সকল পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করবেন। অবশিষ্ট সকল পদে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
১২. অনলাইনে আবেদন ফরম পূরণের ক্ষেত্রে সর্তকতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো।ফরম পুরন শেষে একবার আবেদন Submit হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকবে না।
১৩. এনটিআরসিএ কর্তৃক প্রাপ্ত বিষয় ভিত্তিক নিবন্ধন সনদের ভিত্তিতে সনদধারী e-Advertisement এ প্রতিষ্ঠা তার সংশ্লিষ্ট বিষয়/ বিষয়সমূহের বিপরীতে তালিকা বর্ণিত সকল প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন। তবে একাধিক প্রতিষ্ঠান একাধিক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে পছন্দের ক্রম উল্লেখ করতে হবে। তার পছন্দের ক্রমানুসারে মেধাক্রম অনুসরণ করে মাত্র একটি পদের বিপরীতে তার নিয়ম সুপারিশ করা হবে।
১৪. ইতিপূর্বে এনটিআরসি এর পক্ষ হতে ১ম-৫ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সকল নিবন্ধন ধারীদের তথ্য ngi.teletalk.com.bd এর মাধ্যমে হালনাগাদ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। যারা এ পর্যন্ত উক্ত তথ্য হালনাগাদ করেননি তাদের অনলাইনে আবেদন করার পূর্বে আবশ্যিকভাবে সংশ্লিষ্ট তথ্যাদি অবিলম্বে হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো অন্যথায় তাদের আবেদন প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে না।
১৫. শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্ব শেষ জনবল কাঠামো অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদের উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট পদে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগ সুপারিশপ্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিলকরণ সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৬. প্রাপ্ত আবেদন সমূহ সরকারি বিধি বিধান অনুসরণ করে সম্মিলিত জাতীয় মেধা তালিকা হতে মেধার ভিত্তিতে চূড়ান্ত ভাবে নিয়োগ সুপারিশের জন্য বাছাই করে নিয়োগের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বরাবর সুপারিশ প্রেরণ করা হবে এবং নির্বাচিত প্রার্থী কে SMS এর মাধ্যমে অবহিত করা হবে। নিয়োগ সুপারিশে বর্ণিত সময়সীমার মধ্যে যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানের ব্যর্থ হয় তবে মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী ঐ সকল প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/ গঠন বাতিল করুন এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৭.মামলা/ আইনগত কোন জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তি (e-Advertisement) এর কোন পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিআরসিএ দায়ী থাকবে না।
১৮. এমপিও নীতিমালা অনুযায়ী ইনডেক্সধারী শিক্ষকদের বয়স সীমা শিথিলযোগ্য বিদায় বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক নিবন্ধন দাড়ি হিসেবে কর্মরত রয়েছেন তারা অনলাইনে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। তবে তাদের আবেদনের সমূহ অন্যান্য প্রার্থীরা সম্মিলিত মেধা তালিকার ভিত্তিতে যাচাই পূর্বক নিয়োগ সুপারিশ করা হবে।
১৯. সহকারী শিক্ষক ( ধর্ম ও নৈতিক শিক্ষা) পদের চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সে ধর্মের অনুসারী হতে হবে।
২০.প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত শূন্য পদ সমূহের চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত এবং সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে যাচাই ভুল জনিত কারণে নিয়োগ সুপারিশে কোন জটিলতার জন্য এনটিআরসিএ কোন ভাবে দায়ী থাকবে না।
২১. এই e-Advertisement এর প্রদত্ত যে কোনো শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তির এনটিআরসিএ যেকোনো সময়ে সংযোজন-বিয়োজন অপরিবর্তন এবং স্থগিত অধিকার সংরক্ষণ করে।
NTRCA গণবিজ্ঞপ্তি 2021 বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।
NTRCA গণবিজ্ঞপ্তি 2021 আবেদনের লিংক : ngi.teletalk.com.bd
Table of Contents