EFT তথ্য সংশোধন 2021: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আওতাধীন স্কুল ও কলেজ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের EFT এর তথ্য সংশোধন সংক্রান্ত গত ১০-০২-২০২১ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পত্র মারফত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আওতাধীন স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ EFT এর মাধ্যমে প্রেরনের লক্ষ্যে তথ্য হালনাগাদ করণ এর নির্দেশনা প্রদান করা হয়। সে অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আওতাধীন স্কুল-কলেজের প্রধানগণ তাদের প্রতিষ্ঠান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তথ্য প্রেরণ করেছেন। ইতোমধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান অসাবধানতাবশত ভুল তথ্য প্রদান করার বিষয়টি অবহিত করেছেন এর প্রেক্ষিতে যে সকল প্রতিষ্ঠান অসাবধানতাবশত ভুল তথ্য প্রদান করেছেন তাদেরকে নিচের লিংকে প্রবেশ করে আগামী ১৪-০৩-২০২১ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের নাম, EIIN, MPO Code মোবাইল নম্বর ও ই-মেইল প্রদান করার অনুরোধ করা হল।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।

তথ্য প্রদানের লিংক: forms.gle/X6vBjsGfUSvW8Nic7 এ ক্লিক করে নিম্নে ফরম দেখতে পাবেন ফরম পুরনের নিময় দেখানো হলো।

EFt
সকল তথ্য সঠিক ভাবে পূরণ করে Submit বাটনে ক্লিক করুন।

EFT তথ্য সংশোধন 2021 সংশোধেরেন জন্য উপরের লিংকে এ মাধ্যমে প্রাপ্ত অনুযায়ী প্রতিষ্ঠানসমূহকে EFT এর তথ্য সংশোধনের সুযোগ দিয়ে পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে। উল্লেখ্য যে সমস্ত প্রতিষ্ঠান সঠিক EFT তথ্য প্রেরণ করেছেন তাদের এই ফর্ম পূরণ করার প্রয়োজন নেই।
উল্লেখ্য তথ্য সঠিক না থাকলেই EFT এর মাধ্যমে প্রেরিত এমপিও এর অর্থ শিক্ষক-কর্মচারী ব্যাংক হিসাবে জমা হবে না।

Leave a Reply