COVID-19

শিক্ষক-কর্মচারীদের COVID-19 ভ্যাকসিন গ্রহণ

শিক্ষক-কর্মচারীদের COVID-19 ভ্যাকসিন গ্রহণ: মোমিনুর রশিদ আমিন, অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞপ্তির মারফত জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা পূর্বের সকল শিক্ষক-কর্মচারীকে COVID-19 এর ভ্যাকসিন প্রদানের জন্য সরকার কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তৎপ্রেক্ষিতে ইতিমধ্যে সুরক্ষা ওয়েবসাইটে শিক্ষাপ্রতিষ্ঠান নামে একটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত করে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের এনআইডি আপলোড করা হয়েছে এখন 40 বছরের নিচে শিক্ষক-কর্মচারীরাও সুরক্ষা ওয়েবসাইটে ঢুকে COVID-19 নিবন্ধন ফরম পূরণ করে নিজ নিজ এনআইডি দিয়ে নিবন্ধন করতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ নামে দুটি কলাম রয়েছে।

এমতাবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাটাগরিতে যার জন্য যেটা প্রয়োজন সেটাতে নিবন্ধন পূর্বক সকল শিক্ষক-কর্মচারীকে অবিলম্বে COVID-19 ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নিম্নে আবেদন করার নিয়মাবলী ছক আকারে দেখানো হলো।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।

COVID-19 ভ্যাকসিন গ্রহাণের আবেদনের লিংক-https://surokkha.gov.bd – এই লিংকে ক্লিক করে নিম্নে ছক মোতাবেক পূরণ করুন।

1 3

শিক্ষক-কর্মচারীদের COVID-19 ভ্যাকসিন গ্রহণ করার জন্য প্রথমে “ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন”-এ বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর

শিক্ষক-কর্মচারীদের COVID-19 ভ্যাকসিন গ্রহণ

ধরন নির্বাচন করুন ক্যাটাগরিতে “শিক্ষা প্রতিষ্ঠান” নির্বাচন করুন।

3 1

উপ-শেণী নির্বাচন” ক্যাটাগরীতে শিক্ষক নির্বাচন করুন।

শিক্ষক-কর্মচারীদের COVID-19 ভ্যাকসিন গ্রহণ

আপনার জাতীয় পরিচয়ত্র নম্বর, জন্ম তারিখ সঠিক ভাবে পূরণ করে বক্সে কোডটি টাইপ করে যাচাই করুন বাটনে ক্লিক করুন ক্লিক করার পর নিম্নের ছক মোতাবেক সঠিক তথ্য দিয়ে পুরন করুন।

শিক্ষক-কর্মচারীদের COVID-19 ভ্যাকসিন গ্রহণ

মোবাইল নম্বরের বক্সে মোবাইল সঠিক মোবাইল নম্বর। যে সকল রোগের নাম লেখা আছে সে সকল রোগ থাকলে হ্যা, এবং না থাকলে না বাটনে ক্লিক করুন। ঠিকানা ও পেশা সঠিক ভাবে পূরণ করে সংরক্ষন করুন বাটনে ক্লিক করুন।

শিক্ষক-কর্মচারীদের COVID-19 ভ্যাকসিন গ্রহণ

তারপর আপনার মোবাইলে একটি OTP কোড ‍SMS আসবে কোডটি মোইল OTP প্রদান করুন বক্সে বসিয়ে দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন বাটনে ক্লি করুন।

7

টিকা কার্ড সংগ্রহ বাটনে ক্লিক করুন।

8

পুনরায় জাতীয় পরিচয়পত্রের নম্বরটি এবং জন্ম তারিখ সঠিক ভাবে টাইপ করে কোড বক্সে কোড প্রদান করুন।

COVID-19

কোড প্রদান করার পর আপনার মোবাইলে আরও একটি OTP কোড ‍SMS আসবে কোডটি বক্সে টাইপ করে ভ্যাকসিন কাড ডাউনলোড বাটনে ক্লি করুন। ভ্যাকসিন কার্ড ডাউনলোড হয়ে যাবে।

আরও জানুন : শিক্ষকদের EFT সংশোধন

Table of Contents

Leave a Comment

Scroll to Top
Scroll to Top