উচ্চতর গ্রেড রেজুলেশন 2022

উচ্চতর গ্রেড রেজুলেশন 2022

উচ্চতর গ্রেড রেজুলেশন 2022: স্কুল ও কলেজের শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির জন্য পরিচালনা কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অর্থ্যাৎ রেজুলেশন প্রয়োজন। পরবর্তী পোষ্টে একটি পরিপূর্ণ রেজুলেশন কিভাবে লিখতে হয় তার আলোচনা করব। আজকের আলোচনা উচ্চতর গ্রেড রেজুলেশন 2022। যদি আমরা আলোচনা ২নং এজেন্ডায় লিখি তাহলে এভাবে লিখতে পারি।

২। অত্র বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী গনের উচ্চতর গ্রেড প্রদান প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন।

উচ্চতর গ্রেড রেজুলেশন 2022 আলোচনা

২নং আলোচনায় প্রধান শিক্ষক সাহেব জানান যে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১১.১০ অনুচ্ছেদ অনুযায়ী অত্র বিদ্যালয়ের ০৪ (চার) জন সহকারী শিক্ষক ও ০২ (দুই) কর্মচারীর ১ম এমপিও হতে চাকরির বয়স ধারাবাহিক ভাবে ১৬ বছর পূর্ণ হওয়ায় ২য় উচ্চতর গ্রেড প্রাপ্তির যোগ্যতা অর্জন করেন। নিম্নে ছক মোতাবেক তাদের তথ্য তুলে ধরা হলো।

তথ্য ছক সহকারী শিক্ষক

ক্র.মনাম, পদবী ও ইনডেক্স নংযোগদান ও ১ম এমপিও ভুক্তিবি.এড স্কেলটাইম স্কেলধরাবাহিক ভাবে চাকরিকালবর্তমান পে-কোড ও
প্রত্যাশিত পে-কোড
মোঃ মনিরুজ্জামান
সহকারী শিক্ষক (বাংলা)
ইনডেক্স-৫৯৭৪৬
০১/০২/১৯৯৭০১/০২/২০০৬২৪ বছরের উর্ধ্বেবর্তমান-১০
প্রত্যাশিত-০৯
আব্দুল করিম
সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান)
ইনডেক্স-৫৯৭৪৭
০১/০২/১৯৯৮০১/০১/২০০০০১/০১/২০০৮২৩ বছরের উর্ধ্বেবর্তমান-০৯
প্রত্যাশিত-০৮
মোছাঃ সুমা খাতুন
সহকারী শিক্ষক (কম্পিউটার)
ইনডেক্স-৫৯৭৪৮
০১/০২/১৯৯৮০১/০১/২০০৬২৩ বছরের উর্ধ্বেবর্তমান-১০
প্রত্যাশিত-০৯
কমল কান্ত রায়
সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা)
ইনডেক্স-৫৯৭৪৯
০১/০২/১৯৯৮০১/০১/২০০৬২৩ বছরের উর্ধ্বেবর্তমান-১০
প্রত্যাশিত-০৯

তথ্য ছক কর্মচারী

ক্র.মনাম, পদবী ও ইনডেক্স নংযোগদান ও ১ম এমপিও ভুক্তিটাইম স্কেলধরাবাহিক ভাবে চাকরিকালবর্তমান পে-কোড ও
প্রত্যাশিত পে-কোড
আব্দুল হালিম
অফিস সহকারী
ইনডেক্স-৫৯৭৫০
০১/০২/১৯৯৮০১/০১/২০০৬২৩ বছরের উর্ধ্বেবর্তমান-১৫
প্রত্যাশিত-১৪
মোঃ মানিক
অফিস সহায়ক
ইনডেক্স-৫৯৭৫০
০১/০২/১৯৯৮০১/০১/২০০৬২৩ বছরের উর্ধ্বেবর্তমান-১৯
প্রত্যাশিত-১৮
আমিনা খাতুন
আয়া
ইনডেক্স-৫৯৭৫১
০১/০২/১৯৯৮০১/০১/২০০৬২৩ বছরের উর্ধ্বেবর্তমান-১৯
প্রত্যাশিত-১৮

উচ্চতর গ্রেড রেজুলেশন 2022 সিদ্ধান্ত

সভায় আলোচনার পর উপরেক্ত শিক্ষক কর্মচারীগণের উচ্চতর গ্রেড প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হইল।

এখানে উল্লেখ্য যে, যে সব শিক্ষক কর্মচারী ১০ বছর পূর্তেতে উচ্চতর গ্রেড প্রাপ্ত হবেন। তাদের তথ্য ছকে রেজুলেশনের আলোচনা ১ম উচ্চতর গ্রেড বা ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড উল্লেখ করতে হবে।

এই পোষ্টে উচ্চতর গ্রেড রেজুলেশন 2022 নমুনা ও তথ্য ছকে সহকারী শিক্ষক-কর্মচারী ও বিদ্যালয়ের কথা উল্লেখ আছে। তাই বলে ভাববেনা এটা শুধু স্কুলের জন্য এই একই রেজুলেশনের নমুনা কলেজের ক্ষেত্রে ও ব্যবহার করতে পারবেন। এমপিও নীতিমালা-২০২১ এর ১১.১০ অনুচ্ছেদ স্কুল ও কলেজের ক্ষেত্রে একই। পদবীর জায়গাগুলো পরিবর্তন করলে এই নমুনা কলেজের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।

গ্রেড রেজুলেশন 2022 1

স্কুল ও কলেজের উচ্চতর গ্রেড আবেদনের লিংক

আরও জানুন: উচ্চতর গ্রেড 2022 A to Z

Leave a Comment

Scroll to Top
Scroll to Top