শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণের প্রস্তুতি: কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান চালুকরণের  লক্ষ্যে প্রাক-প্রস্তুতি গ্রহণ। প্রফেসর ডঃ সৈয়দ মোঃ গোলাম ফারুক  মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মারফত জানিয়েছেন। দেশের সকল মাধ্যমিক স্কুল ও কলেজ উচ্চ মাধ্যমিক  যুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খুলে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করতে হবে। আপনারা জানেন কোভিড-১৯ অতিমারি চলাকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের শিক্ষার্থী শিক্ষক কর্মচারীদের স্বাস্থ্যসুরক্ষা সেই লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করার জন্য একটি গাইডলাইন তৈরি করা হয়েছে।

সংযুক্ত সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে গাইডলাইন অনুযায়ী আগামী ০৪-০৩-২০২১ তারিখের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যাতে উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া যায়। শুধু করোনাকালীন সমস্যা মোকাবিলা নয় বরং ‘মুজিব বর্ষ’ উপলক্ষে আমাদেরকে এখনই সকল শিক্ষা প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আনন্দময় প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার ব্যবস্থা নিতে হবে। বিষয়টি অতীব জরুরী।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।

Leave a Reply