MPO আবেদনের কাগজপত্র

MPO আবেদনের কাগজপত্র 2023

MPO আবেদনের কাগজপত্র 2023 : যারা NTRCA কর্তৃক বিভিন্ন পদে নিয়োগ প্রাপ্ত হয়েছেন নিয়োগপত্র ও যোগদান কার্যক্রম সম্পূর্ণ হয়েছে সেই সব শিক্ষকদের উদ্দেশ্যে আজকের লেখা। যোগদান কার্যক্রমের পর আপনার কাজ হচ্ছে MPO ভুক্তির জন্য MPO আবেদন সম্পূর্ণ করা স্কুল ও কলেজ এর জন্য MPO আবেদনের ওয়েব সাইট আলাদা এবং মাদ্রাসা MPO আবেদনের জন্য সাইট আলাদা। এখন প্রশ্ন হচ্ছে আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে। নিয়োগ প্রাপ্ত শিক্ষকের জন্য কিকি কাগজ আর প্রতিষ্ঠান কি কি কাগজ লাগবে। নিম্নে আলাদা আলাদা ভাবে MPO আবেদনের কাগজপত্র তালিকা দেওয়া হলোঃ

নিয়োগ প্রাপ্ত শিক্ষকের ব্যক্তিগত MPO আবেদনের কাগজপত্র 2023

১. এস.এস.সি সনদ
২. এইচ.এস.সি সনদ
৩. ডিগ্রী/অনার্স/ফাজিল সনদ
৪. মাস্টার্স/কামিল মূল সনদ ও মার্কসীট।
৫. অন্যান্য সনদ মূল, যেমন— হিন্দুধর্ম, কম্পিউটার ইত্যাদি।
৬. বি.এড সনদ ও মার্কসীট (যদি থাকে)
৭. এনটিআরসিএ সনদ
৮. ডিগ্রী/অনার্স/ফাজিল মূল মার্কসীট
৯. NTRCA কর্তক সিলেকশন রেজাল্ট, Applicant Copy
Joining Confirm Copy, NTRCA কর্তৃক সুপারিশ পত্র
১০. ব্যাংকের টাকা জমা দেওয়া রশিদ, প্রত্যয়ন পত্র ও ভোটার আইডি।
আবেদনকারী শিক্ষকের ১ কপি ছবি
উপরোক্ত সকল কাগজপত্রের মূল কপি স্কেন করতে হবে।

প্রতিষ্ঠানের কাগজপত্রের তালিকা (MPO আবেদনের কাগজপত্র 2023)

১. প্রতিষ্ঠান প্রধানের ফরওয়াডিং (সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সীল)
২. শিক্ষক /কর্মচারীর তিন পাতার তথ্য ফরম
১. কম্পিউটার, লেবটব ও মাল্টিমিডিয়ার তালিকা ও বিদ্যুৎ বিলের কপি। (ICT শিক্ষকদের জন্য)।
২. বিজ্ঞানাগার যন্ত্রপাতির তালিকা (বিজ্ঞান শিক্ষক বা প্রদর্শকদের ক্ষেত্রে)
৩. শিক্ষক স্বাক্ষরিত শিক্ষক বিবরণী (সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর)
৪. শেষ নবায়ন
৫. বোর্ড কতৃক বর্তমান কমিটির অনুমোদনের কাগজ ও নিয়োগ কালীন কমিটির কাগজ
৬. ইউপি/পৌর মেয়র কর্তৃক প্রতিষ্ঠানের অবস্থানরত প্রত্যয়ন।
৭. ক) E-Requisition (NTRCA চাহিদা পত্র)।
খ) Appointment Confirm Copy গ) Joining Confirm Copy

৮. প্রতিষ্ঠানের ১ম এম.পি.ও কপি
৯. প্রতিষ্ঠানের শেষ এম.পি.ও শেষ বিলের কপি
১০. ছাত্র/ছাত্রীর তালিকা: বঝওঋ অন লাইনে পূরনকৃত ছাত্র/ছাত্রীর ছবি ও স্বাক্ষর সহ প্রিন্ট লিষ্ট।
১১. নিয়োগপত্র ও যোগদান পত্র প্রতিষ্ঠান কতৃর্ক
১২. রেজুলেশন:
ক) শুন্যপদ ঘোষনা
খ) NTRCA—তে চাহিদা প্রদানের রেজুলেশন
গ) নিয়োগ প্রদানের রেজুলেশন,
ঘ) যোগদান অনুমোদন রেজুলেশন। (মূল খাতা নিয়ে আসবেন)
১৩. ১ম স্বীকৃতি, বিজ্ঞান, কৃষি, কম্পিউটার, ডাবল সিফ্ট, শাখা, বিষয় খোলার কাগজ
১৪. বিষয় ভিত্তিক শিক্ষার্থীর তালিকা
১৫. প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির আদেশের কপি (মাদ্রাসার শিক্ষকদের ক্ষেত্রে) স্কুল ও কলেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

নিয়োগ প্রাপ্ত পদটি যদি শূন্য পদ হয় সে ক্ষেত্রে কাগজ পত্র (MPO আবেদনের কাগজপত্র 2023)

১. ইস্তেফা / মৃত্যুর সনদপত্র মূল (ইস্তেফা/মৃত্যু বরণ কারীর)
২. নন—ড্রয়াল সনদ ও ব্যাংক স্ট্যাটম্যান (অবসর/ইস্তেফা/মৃত্যু বরণ কারীর)

ইনডেক্সধারী শিক্ষকের ক্ষেত্রে পূর্বের প্রতিষ্ঠানের কাগজপত্র

১. ইস্তেফা পত্র ও ছাড়পত্র
২. পূর্বের ব্যাংকের নন—ড্রয়াল ও ব্যাংক স্ট্যাটমেন্ট
৩. ক) আবেদনকারী শিক্ষকের প্রথম এমপিও কপি
খ) স্কেল পরিবর্তনের এমপিও কপি (যদি থাকে)
গ) শেষ এমপিও ও শেষ বিলের কপি (যে বিলটি সর্ব শেষ গ্রহণ করেছেন)
৩. অভিজ্ঞতার প্রত্যয়ন পত্র
৪. নিয়োগপত্র ও যোগদান পত্র

বিঃ দ্রঃ উপরোক্ত সকল কাগজপত্রের মূল কপি স্কেন করতে হবে।

MPO আবেদনের কাগজপত্র 1

আরও জানুনঃ এটিআরসিএ নিয়োগের কমিটির জটিলতা নিরসন

আরও জানুনঃ এনটিআরসিএ নিয়োগ সুপারিশ 2022

Leave a Comment

Scroll to Top
Scroll to Top