শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উচ্চতর স্কেল প্রদান: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা চাকরির দশবছর পূর্তিতে উচ্চতর গ্রেডের আবেদন ১০ জুন থেকে শুরু করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আজ এক চিঠিতে এ তথ্য জানিয়েছে। অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত চিঠিটি মার্ঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। সব উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে দেয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। চিঠির সাথে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠি দুটোও সংযুক্ত করে দেয়া হয়েছে। টাইমস্কেলের জন্য যেভাবে আবেদন করেছিলেন সিনিয়র শিক্ষকরা ঠিক একই পদ্ধতিতে আবেদন করবেন।
বিস্তারিত ডাউনলোড করতে ক্লিক করুন।
শিক্ষক-কর্মচারীদের উচ্চতর স্কেল প্রদানে স্পষ্টীকরন
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০১৮ এর ১১(৫) অনুচ্ছেদ অনুযায়ী এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীগণ এসপিও ভুক্তির তারিখ থেকে পদন্নতি বা টাইমস্কেল বা অন্যকোন ভাবে উচ্চতর স্কেল না পেয়ে থাকলে জাতীয় বেতনস্কেল-২০১৫ এর ৭(১) নং অনুচ্ছেদ অনুযায়ী ১০ (দশ) বছর সন্তোষজনক চাকরী পূর্তীতে পরবর্তী গ্রেডে একটি উচ্চতর স্কেল প্রাপ্য হবেন।
বিস্তারিত ডাউনলোড করতে ক্লিক করুন
Table of Contents