শিক্ষকদের বিভিন্ন সংশোধনীর নির্দেশনাঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আওতাধীন কর্মরত এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীগণ যাদের এমপিও কপিতে নামের বানান, জন্ম তারিখ, ব্যাংক হিসাব নম্বর, পদবী, বিষয় ইত্যাদি ভুল রয়েছে। সংশোধন করার জন্য চিন্তাগ্রস্ত EFT-তে যে কি হবে? সেই সকল শিক্ষক-কর্মচারীদের সংশোধনীর বিষয় নির্দেশনা প্রদান করেছেন- মোঃ আখতারুজ্জামান, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল, রংপুর।
স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতাদি সরকারি অংশ এমপিও প্রদান বিষয়ে গত ১৭-০১-২০২১ খ্রিস্টাব্দ অনুষ্ঠিত জানুয়ারি ২০২১ মাসের এমপিও কমিটির সভার ৩. বিবিধ আলোচনা ০১. শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সংশোধনী সংক্রান্ত নির্দেশনা নিম্নরূপ-
কমিটির সুপারিশ: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সংশোধনী সংক্রান্ত কোনো আবেদন আঞ্চলিক কার্যালয়ে দাখিল করা হলে তা যাচাই পূর্বক হার্ডকপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রেরণ করতে হবে সিদ্ধান্ত গৃহীত হয়।
এমতাবস্থায় শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সংশোধনী সংক্রান্ত আবেদন অনলাইন এমপিও কপিতে প্রেরণ না করার জন্য অনুরোধ করা হলো এর আবেদন হার্ডকপির মাধ্যমে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা প্রেরণের জন্য প্রতিষ্ঠান প্রধান কে নির্দেশনা প্রদান করার জন্য অনুরোধ করা হলো।
শিক্ষকদের বিভিন্ন সংশোধনীর নির্দেশনা হাতে হাতে হার্ডকপি প্রেরনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাঃ
১. জেলা শিক্ষা অফিসার কর্তৃক ফরওয়াডিং।
২. প্রতিষ্ঠান প্রধানের ফরওয়াডিং (সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সীল)।
৩. সংশোধনী ফরম।
৪. ক) ব্যাংক হিসাব নম্বর সংশোধনীর জন্য ব্যাংকের প্রত্যয়ন পত্র ও ব্যাংক স্ট্যাটমেন্ট।
খ) নাম ও জন্ম তারিখ সংশোধনীর জন্য ভোটার আইডি।
৫. নিয়োগ পত্র ও যোগদান পত্র।
৬. ভোটার আইডি কার্ড।
৭. এস.এস.সি সনদ।
৮. এইচ.এস.সি সনদ।
৯. ডিগ্রী/অনার্স/ফাজিল সনদ ও মার্কসীট।
১০. মাস্টার্স/কামিল সনদ ও মার্কসীট।
১১. অন্যান্য সনদ (যেমন- বি.এড, বিপি.এড, হিন্দুধর্ম, কম্পিউটার, এনটিআরসিএ ইত্যাদি)
১২. বোর্ড কতৃক বর্তমান কমিটির অনুমোদনের কাগজ।
১৩. বিষয় অনুমোদনের কাগজ।
১৪. ক) প্রতিষ্ঠানের ১ম এম.পি.ও কপি, খ) আবেদনকারীর প্রথম এমপিও কপি,
গ) যে এমপিও তে ভুল শুরু হয়েছে সেই এমপিও কপি।
ঘ) প্রতিষ্ঠানের শেষ এমপিও কপি ঙ) শেষ বিলের কপি।
১৫. সংশোধনীর রেজুলেশন।
১৬. শিক্ষক স্বাক্ষরিত শিক্ষক বিবরণী (সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর)।
১৭. নিয়োগ পরীক্ষার ফলাফলসীট (ঐচ্ছিক)।
১৮. নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকার কপি (ঐচ্ছিক)।
শিক্ষকদের বিভিন্ন সংশোধনীর নির্দেশনা
শিক্ষকদের বিভিন্ন সংশোধনীর নির্দেশনা
Table of Contents