মাদ্রাসা আয়া ও নিরাপত্তাকর্মী এমপিও আবেদনের কাগজপত্র:
১. ক) ফরওয়াডিং (প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে বিস্তারিত এবং সভাপতি প্রতিষ্ঠান প্রধানের ফোন নম্বর/মোবাইল নম্বর উল্লেখসহ প্রেরণ করতে হবে)
খ) শিক্ষক -কর্মচারীর তিন পাতার ছবি সম্বলিত তথ্য ফরম যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে।
২. শিক্ষগত যোগ্যতার সকল সনদ ও নম্বর পত্র
৩. নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকার সকল কপি
৪. নিয়োগ পত্র ও যোগদান পত্র
৫. নিয়োগ পরিক্ষার মূল্যায়ন পত্র (নম্বর পত্র)
৬. নিয়োগ সংক্রান্ত সকল রেজুলেশন যেমন- ক) নিয়োগ বিজ্ঞপ্তি রেজুলেশন, খ) যাচাই-বাছাই ও নিয়োগ কমিটি গঠন রেজুলেশন, গ) নিয়োগ সুপারিশ রেজুলেশন ঘ) নিয়োগ পত্র প্রদানের রেজুলেশন ঙ) যোগদান অনুমোদন রেজুলেশন
৭. ডিজি/বিশ্ববিদ্যালয়ে মনোনয়নের চিঠি
৮. প্রথম স্বীকৃতি ও অধিভুক্তি পত্রের কপি
৯. সর্বশেষ স্বীকৃতি ও অধিভুক্তি পত্রের কপি
১০. সর্বশেষ বেতন বিলের কপি
১১. প্রতিষ্ঠানের প্রথম ও সর্বশেষ এমপিও কপি
১২. প্রতিষ্ঠান এমপিও ভুক্তির আদেশের কপি (দাখিল/আলিম/ফাজিল/কামিল)
১৩. শিক্ষক স্বাক্ষরিত শিক্ষক বিবরণী (সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের সীল সহ স্বাক্ষর থাকতে হবে)
১৪. শিক্ষার্থীর সংখ্যা সংক্রান্ত টর্টলিস্ট (শিক্ষাবোর্ড/বিশ্ববিদ্যালয় প্রদত্ত প্রিন্ট আউট কপি)
১৫. বিগত তিন বছরের চূড়ান্ত পরীক্ষার ফলাফল (প্রযোজ্য ক্ষেত্রে)
১৬. নবম ও আলিম শ্রেণীতে বিজ্ঞান ও কম্পিউটার শাখা খোলার অনুমতি পত্র (অনুমোদন থাকলে)
১৭. সর্বশেষ গর্ভনিং বডির/ম্যানেজিং কমিটির (নিয়মিত) কপি ও নিয়োগ কালীন কমিটির কপি।
১৮. জাতীয় পরিচয় পত্র
১৯. ব্যাংক হিসাব খোলার ব্যাংক সনদের কপি
২০. প্রতিষ্ঠানের অবস্থান সংক্রান্ত প্রত্যয়নপত্র (পৌরসভার চেয়ারম্যান/ইউএনও/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক পদত্ত মূল কপি)
আবেদনকারীর এক কপি ছবি ও সকল কাগজপত্র মূল স্কেন করে আপলোড করতে হবে।
আরও জানতে ক্লিক করুন: মাদ্রাসা জনবল কাঠামো এমপিও নীতিমালা-২০১৮ সংশোধিত