মাদ্রাসার এমপিও সংশোধনী 2022 : বেসরকারি মাদ্রাসাসমূহের এমপিও শীট এর নাম/জন্ম তারিখ/ব্যাংক একাউন্ট/ইনডেক্স/কোড/বিষয়/পদবী সংশোধনের নিমিত্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রেরিত অগ্রায়ন পত্রের সাথে প্রতিকার প্রার্থীর নিজস্ব স্বাক্ষরে কোনো আবেদন করা হয় না যা অনভিপ্রেত। তাছাড়া অগ্রায়নের সাথে দাখিল/এসএসসি স্তরের ইংরেজি সনদ, নিয়োগপত্র, যোগদানপত্র,ব্যাংক কর্তৃক ভুল ও সঠিক হিসাব নম্বর উল্লেখ পূর্বক যথাযথ প্রত্যয়নপত্র জাতীয় পরিচয়, বিজ্ঞপ্তি সম্বলিত পূর্নাঙ্গ পত্রিকার মূল কপিসহ সকল সনদপত্র ও প্রয়োজনীয় আনুষঙ্গিক কাগজপত্র/ডকুমেন্ট দেয়া হয় না। যার ফলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক অসম্পূর্ণ অগ্রায়নে/ আবেদনে গ্রহণ করা সম্ভব হয় না।
মাদ্রাসার এমপিও সংশোধনী 2022 নির্দশনা
এমতাবস্থায় বেসরকারি মাদ্রাসাস মূহের এমপিও শিটে বিভিন্ন ধরনের সংশোধনের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়নের সাথে আবশ্যিকভাবে প্রতিকার প্রার্থীর নিজস্ব স্বাক্ষরযুক্ত আবেদন সহ সংশ্লিষ্ট সকল কাগজপত্র/ডকুমেন্ট যথাযথ সত্যায়ন পূর্বক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এ প্রেরণ নিশ্চিতকরনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আর জানুন: ইনডেক্সধারী শিক্ষক/কর্মচারীদের নাম কর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি
Table of Contents