বেসরকারি বিদ্যালয়ে নবসৃষ্ট পদে নিয়োগ: কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী বেসরকারি বিদ্যালয়ে নবসৃষ্ট পদে নিয়োগ আদেশ জারি করেছেন শিক্ষামন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নিম্নে ছক আকারে পদের নাম, বেতন কোড এবং কোন অর্থবছর হতে নিয়োগ প্রদান করতে পারবেন তা ছক মোতাবেক দেখানো হলো।
ক্র. নং | পদের নাম | যে পর্যায়ে নিয়োগ করতে হবে | বেতন কোড/ গ্রেড | যে অর্থবছর হতে নিয়োগ প্রদান করা করতে হবে |
1 | সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) | নিম্ন মাধ্যমিক | ১০ | ২০১৮-১৯ |
2 | সহকারী শিক্ষক (ভৌতবিজ্ঞান) | নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক | ১০ | ২০১৯-২০ |
3 | সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) | মাধ্যমিক | ১০ | ২০১৯-২০ |
4 | সহকারী শিক্ষক (ইংরেজি) | নিম্ন মাধ্যমিক | ১০ | ২০২০-২১ |
5 | কম্পিউটার ল্যাব সহকারী | নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক | ১৬ | ২০২০-২১ |
6 | সহকারী শিক্ষক (বাংলা) | নিম্ন মাধ্যমিক | ১০ | ২০২১-২২ |
7 | নৈশ প্রহরী | নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক | ২০ | ২০২১-২২ |
8 | পরিচ্ছন্নতা কর্মী | নিম্ন মাধ্যমিক | ২০ | ২০২১-২২ |
9 | সহকারী শিক্ষক (চারু ও কারুকলা) | নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক | ১০ | ২০২২-২৩ |
বর্ণিত নতুন বৃদ্ধিপ্রাপ্ত পদে শিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ যথাযথভাবে অনুসরণ করতে হবে
বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে ক্লিক করুন
আরও জানুন : স্কুল ও কলেজ জনবল কাঠামো 2021
বেসরকারি বিদ্যালয়ে নবসৃষ্ট পদে নিয়োগ