মাদ্রাসার জ্যেষ্ঠ প্রভাষক আবেদন 2022

মাদ্রাসার জ্যেষ্ঠ প্রভাষক আবেদন 2022 : এমপিওভুক্ত মাদ্রাসার জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আবেদন হার্ডকপির মাধ্যমে ম্যানুয়ালী হাতে হাতে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন অধিদপ্তর। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ২৩ অক্টোবর 2022 বিজ্ঞপ্তির মারফত জানিয়েছেন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত/সর্বশেষ পরিমার্জিত) অনুযায়ী দেশের কামিল/ফাজিল এবং আলিম মাদ্রাসার এমপিওভুক্ত প্রভাষকদের যথাক্রমে সহকারী অধ্যাপক এবং জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতির আবেদন নিম্নোক্ত কাগজপত্র/ডকুমেন্টসহ সংযুক্ত ছকে হার্ডকপিতে ম্যানুয়ালী মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর দাখিল করতে হবে। উল্লেখ্য যে, পদোন্নতির আবেদন প্রেরণে জ্যেষ্ঠতা লংঘন করা যাবে না। 

মাদ্রাসার জ্যেষ্ঠ প্রভাষক আবেদন 2022 হার্ডকপি তৈরী কারা কাগজপত্রের তালিকা

পদোন্নতির আবেদনের সাথে নিম্নবর্ণিত ডকুমেন্টস সংযুক্ত করতে হবে (যাচাইকালে প্রয়োজনে মূলকপি প্রদর্শন করতে হবে):

১. সংযুক্ত ফরমেটে আবেদন করতে হবে (আবেদন ফরমেটের নির্ধারিত স্থানে সভাপতি এবং অধ্যক্ষের স্বাক্ষর ও নাম, পদবী, মোবাইল নম্বর উল্লেখসহ সীল থাকতে হবে);
২. সভাপতির প্রতিস্বাক্ষরসহ অধ্যক্ষের ফরোয়ার্ডিং (এডহক কমিটি হলে সভাপতি, কোন কমিটি না থাকলে জেলা সদরের মাদ্রাসার ক্ষেত্রে জেলা প্রশাসক / অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা সদরের বাহিরের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার প্রতিস্বাক্ষর করবেন); 
৩.জেলা শিক্ষা অফিসার কিংবা উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের ফরোয়ার্ডিং; 
৪. শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বরপত্র / অন্যান্য সনদপত্রের সত্যায়িত কপি ; 
৫. নিয়োগপত্র ও যোগদানপত্রের সত্যায়িত কপি;

৬. পদোন্নতির জন্য আবেদন কারীর প্রথম, বিভিন্ন স্কেল/গ্রেড প্রাপ্তির ও সর্বশেষ এমপিও কপি; 
৭.কর্মরত সকল সহকারী অধ্যাপক/জ্যেষ্ঠ প্রভাষক এবং প্রভাষকের যোগদানের তারিখ ও এমপিওভুক্তির তারিখ উল্লেখসহ তালিকা; 
৮.মাদ্রাসার প্রথম ও সর্বশেষ এমপিও কপি ; 
৯.গবেষণাকর্ম/স্বীকৃত জার্নালে প্রকাশিত প্রবন্ধের কপি; 
১০.সর্বশেষ স্বীকৃতি/ অধিভুক্তির কপি (না থাকলে হালনাগাদকরণের আবেদন দাখিলের প্রমাণক) ; 
১১. বোর্ড / বিশ্ববিদ্যালয় কর্তৃক সর্বশেষ গভর্নিং বডির অনুমোদনপত্র; 
১২.প্রস্তাবিত পদোন্নতির জন্য গভর্ণিং বডির সুপারিশ সম্বলিত রেজুলেশন; 
১৩. অন্যান্য/ বিবিধ।

কামিল/ফাজিল এবং আলিম মাদ্রাসার এমপিওভুক্ত প্রভাষকদের যথাক্রমে সহকারী অধ্যাপক এবং জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতির আবেদন হার্ডকপির মাধ্যমে ম্যানুয়ালী মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর বর্ণিত ডকুমেন্টসহ সংযুক্ত ছকে দাখিল করার জন্য অনুরোধ করা হলো। 

আবেদনের ফরম পেতে ক্লিক করুন

আরও জানুন: 50% প্রভাষক সহকারী অধ্যাপক পদে নির্দেশনা

আরও জানুন: সহকারী অধ্যাপক নীতিমালা 2021

জ্যেষ্ঠ প্রভাষক আবেদন 2022 1

মাদ্রাসার জ্যেষ্ঠ প্রভাষক আবেদন 2022

মাদ্রাসার জ্যেষ্ঠ প্রভাষক আবেদন 2022

Leave a Comment

Scroll to Top
Scroll to Top