এমপিও কপিতে বিভিন্ন ধরনের সংশোধনী 2021: চালু হয়ে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীগণের এমপিও এর অর্থ বিতরণ সহজীকরণের লক্ষ্যে ব্যাংক একাউন্টে G2P পদ্ধতিতে EFT মাধ্যমে বেতন ভাতা প্রেরণ। কিন্তু EFT সম্পন্ন করতে যে সকল তথ্য প্রয়োজন তা দেখে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা হতাস বা মানসিক চিন্তায় ভুগছেন, কারণ এমপিও কপিতে অনেক শিক্ষক-কর্মচারীর নামের বানান ভুল, ব্যাংক একাউন্ট ভুল, জন্ম তারিখ ভুল ইত্যাদি । মানসিক চিন্তার কোন করণ নেই। যেহেতু EFT এখনও চালু হয় নাই। চালু হওয়ার আগে অনলাইনের মাধ্যেমে আবেদন করে আপনার এমপিও কপিতে যা ভুলে আছে সংশোধন করে নিন। এমপিও কপিতে বিভিন্ন ধরনের সংশোধনী এর জন্য নিম্নোক্ত কাগজপত্র সংগ্রহ করুন।


১. প্রতিষ্ঠান প্রধানের ফরওয়াডিং (সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরসহ স্বাক্ষর ও সীল)।

২. ক) ব্যাংক হিসাব নম্বর সংশোধনীর জন্য ব্যাংকের প্রত্যয়ন পত্র ও ব্যাংক স্ট্যাটমেন্ট।

    খ) নাম ও জন্ম তারিখ সংশোধনীর জন্য ভোটার আইডি।

৩. নিয়োগপত্র।

৪. শেষ নবায়ন।

৫. বোর্ড কতৃক বর্তমান কমিটির অনুমোদনের কাগজ।

৬.  কমিটি কর্তৃক গৃহীত সিন্ধান্ত সংশোধনী রেজুলেশন।

৭. Filled up correction form

৮. এস.এস.সি মূল সনদ।

৯. এইচ.এস.সি মূল সনদ।

১০. ডিগ্রী/অনার্স/ফাজিল মূল সনদ ও নম্বর পত্র।

১২. মাস্টার্স মূল সনদ ও নম্বর পত্র।

১১. অন্যান্য সনদ মূল, যেমন- হিন্দুধর্ম, কম্পিউটার, বি.এড. বিপি.এড ইত্যাদি।

১২. NTRCA সনদ(প্রযোজ্য ক্ষেত্রে)/অভিজ্ঞতার প্রত্যয়ন পত্র।

১৩. যোগদান পত্র।

১৪. শিক্ষক স্বাক্ষরিত শিক্ষক বিবরণী (সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর)।

১৫. ১ম স্বীকৃতি, বিজ্ঞান, কৃষি, কম্পিউটার, ডাবল সিফ্ট, শাখা, বিষয় খোলার মূল কাগজ,

১৬. ক) প্রতিষ্ঠানের ১ম এম.পি.ও কপি, খ)আবেদনকারীর প্রথম এমপিও কপি, গ) আবেদনকারীর টাইম স্কেল এমপিও কপি (যদি থাকে), ঘ) প্রতিষ্ঠানের শেষ এমপিও কপি ঙ) শেষ বিলের কপি।

বিঃ দ্রঃ সকল কাগজপত্র মূল স্কেন করে আপলোড করতে হবে।

তালিকাটি দেখতে করতে ক্লিক করুন।

Leave a Reply