এমপিও হতে নাম কর্তন বিজ্ঞপ্তি: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ)এর ইনডেক্সধারী শিক্ষক কর্মচারীদের চাকুরী সমাপ্ত/অব্যাহতি/চাকুরী পরিত্যাগ/মৃত্যুবরণ/জন্মতারিখ ভুলের কারণে অবসর এর পরও নাম থাকা/ একই নাম দুইবার থাকা সহ বিভিন্ন কারণে অনেক শিক্ষক কর্মচারীর নাম ও ইনডেক্স দীর্ঘদিন যাবৎ এমপিও শীটে থেকে যায়।সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও শীট হতে এরূপ শিক্ষক/কর্মচারীর নাম কর্তনের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান ও ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজনীয় কার্য্ক্রম গ্রহণ সহ আগামী ৩১/১২/২০২০ খ্রিঃ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এরূপ আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, উপ-পরিচালক ও পরিচালকগণ তা বিধি মোতাবেক যাচাই পূর্বক অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করবেন।
এমপিও হতে নাম কর্তন বিজ্ঞপ্তি সতর্কতা
উল্লেখ্য, নামকর্তন না হওয়ার কারণে সরকারের আর্থিক ক্ষতি ও বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়। এ কাযর্ক্রম গ্রহণের ক্ষেত্রে অবহেলা বা অকারণে বিলম্ব হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নাম করতল পরবর্তী কোনো জটিলতা সৃষ্টি হলে এর দায়দায়িত্বও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বহন করতে হবে।
বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে ক্লিক করুন
আরও জানুন : মহিলা কোটার বিধান
Table of Contents