চিত্রাঙ্কন প্রতিযোগিতা 2025: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আন্তর্জাতীক মাতৃভাষা ইনস্টিটিউট কর্তৃক ০৪ (চার) দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ আয়োজনের ধারাবাহিকতায় আগামী ২৪ শে ফ্রেবুয়ারী ২০২৫ তারিখ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা বয়স ও শ্রেনী অনুসারে বিভিন্ন দলভিত্তিক (গ্রুপ) নির্দিষ্ট বিষয় (থিম) অনুসারে চিত্রাঙ্কন করবে। প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে দশম শ্রেনীতে অধ্যায়নরত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের গ্রুপ ও থিম আলাদা। বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দুতাবাসে কর্মরত কূটনৈতিক কর্মকর্তাদের শিশুরাও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে। উল্লেখ্য যে, চিত্রাঙ্কন প্রতিযােগিতায় অংশগ্রহনকারীদের জন্য ইনস্টিটিউটের পক্ষে থেকে কেবল আর্টপেপার সরবরাহ করা হবে। প্রতিযোগিদের প্রয়োজনীয় অন্যান্য অঙ্কন সরঞ্জামাদিসহ উপস্থিত থাকতে হবে। আগ্রহী প্রতিযোগীদের এতদসংগে সংযুক্ত ফরম পূরন করে আগামী ১০ ফেব্রুয়ারী ২০২৫ তারিখের মধ্যে আন্তর্জাতীক মাতৃভাষা ইনস্টিটিউট অফিসে জমা দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা 2025 বিস্তারিত



আরও জানুন: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য সংশোধন ও নতুন তথ্য হালনাগাদ
Table of Contents